বিনোদন

দিদি পুরস্কার পেয়েছে এর থেকে ভাল আর কী হতে পারে! মমতা দিদির পুরস্কার পাওয়া নিয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী চ্যাটার্জী কী বললেন জানেন?

নিরলস কবিতার সাধনার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। তার পুরস্কার পাওয়ার কথা ঘোষণা হওয়ার পর একদল মানুষ যেমন নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তেমনই একদল হতাশ হয়েছেন বাংলা কবিতার ভবিষ্যৎ নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কে সাহিত্য একাডেমী পুরস্কার দেওয়ার তীব্র বিরোধিতা করেছেন সাহিত্যিকদের মধ্যে কেউ কেউ। এই বিষয়ে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মত জানতে চাওয়া হয়েছিলো, তিনি বলেন, দিদি পুরস্কার পেয়েছেন এর চেয়ে ভাল আর কী হতে পারে।

আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেয়েও প্রচারের আলো থেকে বঞ্চিত বর্ষীয়ান অভিনেতা মৃণাল মুখার্জি! আক্ষেপ করলেন মৃণাল কন্যা জোজো

গত রবীন্দ্রজয়ন্তীতে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বাংলা একাডেমীর সভাপতি ব্রাত্য বসু বলেন যে শ্রেষ্ঠ সাহিত্যিকদের সাথে আলোচনা করে এই পুরস্কার দেওয়া হবে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই থেকে কবি সাহিত্যিকদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে, সুবোধ সরকারের মতো কবিরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরস্কার পাওয়ার মধ্যে ভুল কিছু দেখছেন না, তেমনি লোকসংস্কৃতি গবেষক ও সাহিত্যিক রত্না রশিদ বন্দোপাধ্যায় পুরো ঘটনায় নিজের ক্ষোভ উগরে নিজের অন্নদাশঙ্কর রায় পুরস্কার ফেরত দিয়েছেন আবার বাংলা অ্যাডভাইজারি বোর্ড এর অন্যতম সদস্য অনাদি রঞ্জন বিশ্বাস পদত্যাগ করতে চেয়ে চিঠি লিখেছেন। তার লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, এই বছরের ২৫ শে বৈশাখে যে ঘটনা ঘটেছে তা বাংলা কবিতা জগতে অপমানের।

সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরস্কার পাওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে অভিনেত্রী বলেন, “খুবই ভালো খবর। দিদি দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন দিদির যে কাব্যের প্রতি ভালোবাসা তা এতদিনে সম্মানিত হলো তা ভেবেই ভালো লাগছে আমার। আমি আশা করব, দিদি আরও ভালো কাজ করবেন এবং সম্মান পাবেন।”

আরও পড়ুন: কমেডিয়ান থেকে রাতারাতি স্টার হওয়া মুন‌ওয়ারকে হিন্দু দেবদেবী নিয়ে অশালীন মন্তব্যের জেরে মাশুল দিতে হয়েছিলো! তার হাত থেকে বেরিয়ে গিয়েছিল ডজন খানেক শো, তারপর?

গত বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়ে ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরপর নভেম্বরে তিনি টুইট করে জানান, তিনি বিজেপি ছাড়ছেন। বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে অভিনেত্রীর বক্তব্য ছিল, বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের। এরপর তাকে শাসকদলের ঘনিষ্ঠ হতে দেখা যায়। তৃণমূলের চার বিধায়কের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় বিজেপির প্রাক্তন প্রার্থী শ্রাবন্তীকে।

প্রসঙ্গত উল্লেখ্য অয়ন দে পরিচালিত ‘ভয় পেয়োনা’ ছবির প্রচারে হাজির হয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এই প্রসঙ্গে শ্রাবন্তীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,“ উনি আমার বাবার বন্ধু। আমাদের পরিবারের অংশ। উনি আমায় মেয়ের মত স্নেহ করেন। ওর মত মানুষ আমার ছবির প্রচারে এলে আমার ছবির সম্মান বাড়ে।”

Related Articles

Back to top button