বিনোদন

রাজ ঘরণী শুভশ্রীর সাথে ফ্লার্ট ও ফোন নাম্বার হাতানোর চেষ্টা করতেই রাজের হাতে ভয়ঙ্কর পরিণতি হলো রেডিও জকির

টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী অভিনেত্রী শুভশ্রীর দাম্পত্য সম্পর্ক রীতিমতো ঈর্ষণীয়। বর্তমানে তাদের একমাত্র সন্তানকে ইউভানকে নিয়ে হেসে খেলে তাদের সময় কাটছে তার মাঝেই রাজ চক্রবর্তী পরিচালিত এবং শুভশ্রী অভিনীত ছবি হাবজি গাবজি রিলিজ করছে। এরমধ্যে ঘটলো বিপত্তি! রাজ ঘরণীর সঙ্গে ফ্লার্ট করবার চেষ্টা করলেন এক রেডিও জকি! শুভশ্রীর ফোন নাম্বার হাতানোর চেষ্টা করলেন তিনি তারপর? রাজের অন্যরূপ দেখল সকলে!

আরও পড়ুন: ‘আমি যে তোমার’ কলকাতায় এসে হলুদ ট্যাক্সি ছাদে উঠে কার উদ্দেশ্যে এ কথা বললেন কার্তিক?

শুভশ্রী বসেছিলেন নিজের মত সেই সময় হঠাৎ করেই রেডিও জকি RJ ছুটে আসেন। তিনি এসে শুভশ্রীকে বলেন, আমার মোবাইলটা পাচ্ছিনা একটু খুঁজে দেবেন? শুভশ্রীর মনে সে রকম মারপ্যাঁচ নেই, তিনি অতশত না ভেবে নিজের ফোন থেকেই সেই রেডিও জকির ফোন নাম্বার টাইপ করে কল করেন। এরপর দেখা যায় সেই রেডিও জকির ফোনটা বাজছে তার পকেটের মধ্যে আসলে সবটাই শুভশ্রীর নাম্বার পাওয়ার চেষ্টা! নম্বর পেতেই লাফিয়ে লাফিয়ে উল্টো পথে হাঁটতে শুরু করেন রেডিও জকি। তবে গৃহিণী সাদামাটা হলে কি হবে কর্তাটি তো আর ছেড়ে দেওয়ার পাত্র নন!

দেখা গেল সে যখন উল্টো দিকে হাটা শুরু করেছে তখনই কেউ পিছন থেকে তার কলার টেনে ধরলো! আর তারপর? রাজের বউয়ের সাথে ফ্লার্ট করার জন্য রেডিও জকির ফোন ভেঙে খানখান হয়ে গেলো তার কাছ থেকে দামি ফোনটি ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যেই দুম ফটাস করে ভেঙে দিলেন রাজ। সেই রেডিও জকি কাঁদতে কাঁদতে নীচে বসে গেলেন।

আরও পড়ুন: সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালীর’ দুর্গার অভিযোগ রেকর্ড সৃষ্টি করা ছবি ‘অপরাজিত’তে তথ্যের বিকৃতি হয়েছে! কেনএমন অভিযোগ আনলেন সত্যজিতের দুর্গা?

এই রেডিও জকি হলেন RJ Parveen। সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত হ্যান্ডসাম বলে খ্যাত এই রেডিও জকির সাথে টলিপাড়ার রাজ শুভশ্রীর ভীষণ ভালো বন্ধুত্ব রয়েছে। আসলে তার কাছে শুভশ্রীর ফোন নম্বর অনেক আগে থেকেই ছিল, পুরো বিষয়টি করা হয়েছে একটু মজার জন্য।

আগামী ৩ রা জুন শুভশ্রী পরমব্রত অভিনীত “হাবজি গাবজি” ছবি মুক্তি পেতে চলেছে। এই ছবিতে দেখানো হচ্ছে যে বর্তমান সময়ে শিশুদের মোবাইলে অ্যাডিকশন থেকে কত বড় বিপদ হতে পারে! বর্তমান সময়ের জ্বলন্ত একটি সমস্যা নিয়ে তৈরি হওয়া এই সিনেমার প্রচার করার জন্য রেডিও ষ্টেশনে এসেছিলেন রাজ-শুভশ্রী তখনই একটি মজার ভিডিও করেন তারা। মজার ছলে হলেও এটিও এক সোশ্যাল বার্তা। পরের বউয়ের সাথে ফ্লার্ট করার পরিণতি কী ভয়ঙ্কর হতে পারে তাই তুলে ধরা হলো এই ভিডিওতে?

Related Articles

Back to top button