বিনোদন

গিজগিজ করছে মানুষ ভিড়ের মধ্যেই অগ্নিনির্বাপক গ্যাস ছড়াতেই অসুস্থ হন কে কে? ভাইরাল ভিডিও ঘিরে উঠল প্রশ্ন!

গত ৩১ শে মে ২০২২ এ‌ নজরুল মঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ বোধ করেন ‘হম রঁহে ইয়া না রহে কল’খ্যাত গায়ক কেকে। গানের কথা কে ব্যক্তিগত জীবনের সত্য করে দিয়ে পরিবারও অনুরাগীদের শোকাহত করে না ফেরার দেশে চলে যান বিখ্যাত এই গায়ক। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে যান সকলে। অন্যতম জনপ্রিয় গায়ক জিৎ গাঙ্গুলী জানান তিনি বিশ্বাসই করতে পারছেন না কেকে আর নেই।

আরও পড়ুন: গরম লাগছে অস্বস্তি হচ্ছে বারবার মধ্যে স্পট লাইট অফ করতে বলেছিলেন কে কে! কে জানত এ সবই তার মৃত্যুর সংকেত?

এদিন মঞ্চে বেশ কয়েকটি গান গাওয়ার পর অসুস্থতা বোধ করেন কে কে। গাড়িতে উঠতে উঠতে ও জানান, তার শীত করছে। তারপর হোটেলে ফিরে আসেন তিনি,এতেও অবস্থার উন্নতি হয়নি তার। হোটেলে ফিরে যাওয়ার পর সেখানে পড়ে গিয়েছিলেন তিনি। তাই দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার জানান তিনি আর বেঁচে নেই! তার হঠাৎ এই চলে যাওয়া সংগীত জগতে সৃষ্টি করল এক বিরাট শূন্যতার। একই সাথে তার মৃত্যুর পর ঘুরপাক খাচ্ছে কতগুলো প্রশ্ন। কিছুক্ষণ আগেও যে মানুষটা সুস্থ শরীরে গান গেয়ে পারফর্ম করছিলেন হঠাৎ করে কীভাবে এমন পরিণতি হলো তার?

কেকের মৃত্যুর পর প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিখ্যাত এই গায়কের মৃত্যুর পিছনে কি সত্যই শারীরিক অসুস্থতা রয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে? শেষবারের মতো নজরুল মঞ্চে তার গান গান ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মৃত্যুর পর এই ভিডিও রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় আর তারপর এই ভিডিওটিতে কেন্দ্র করেই উঠতে শুরু করে প্রশ্ন! ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছিল যে নজরুল মঞ্চে ঠিক যেখানে দাঁড়িয়ে গান গাইছেন কেকে সেখানে হঠাৎই অগ্নিনির্বাপক যন্ত্র টি কে চালু করে দেওয়া হয়। যার ফলে সেখান থেকে গ্যাস নির্গত হতে শুরু করে এই গাছটি মূলত কার্বন-ডাই-অক্সাইড।

আরও পড়ুন: স্বামীর প্রাণ ফেরাতে তিরুপতি বালাজির মন্দিরে চুল কেটে দান করলেন বলিউড অভিনেত্রী দীপ্তি! মাথা ন্যাড়া সেই ছবি প্রকাশ করতেই নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ!

কার্বন-ডাই-অক্সাইড যে কোনো মানুষের জন্য যে ক্ষতিকারক তা নতুন করে বলার নেই, তাই এই ভিডিওটি সামনে আসার পর মানুষের মনে প্রশ্ন নতুন করে দানা বাঁধতে শুরু করেছে যে, এই গ্যাসটি ছড়িয়ে পরার ফলেই কি অসুস্থ হয়ে পড়েন কে কে? এই একটি ভিডিওর সাথে কেকের লাইভ পারফরম্যান্সের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।

যে সব ভিডিওতে তোয়ালে দিয়ে মুখ মোছা থেকে শুরু করে মঞ্চে স্পটলাইট পর্যন্ত নেভানোর জন্য বলছিলেন তিনি। এছাড়া প্রচন্ড গরমের মধ্যে চলা ঐ শো তে এসির‌ও কিছু সমস্যা হয়েছিলো বলে জানা যাচ্ছে। এছাড়া আরেকটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে পারফরম্যান্স করে স্টেজ থেকে বেরিয়ে যাওয়ার সময় গায়কের চোখে মুখে স্পষ্ট অস্বস্তির লক্ষণ প্রকাশ পেয়েছে।

Related Articles

Back to top button