বিনোদন

ভালো অভিনেত্রীও সেকালে একের বেশি কাজ করেননি, আজ একটু অসুবিধা হলেই মরে যাচ্ছে! তিন অভিনেত্রী রহস্য মৃত্যুর কথা শুনে হতবাক লিলি চক্রবর্তী

একটু অসুবিধা হলেই মরে যাবো?-৩ অভিনেত্রীর রহস্য মৃত্যু প্রসঙ্গে বলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী

পল্লবী দে, বিদিশা দে মজুমদার, মঞ্জুষা নিয়োগী পরপর তিনটি মৃত্যুর খবর শুনে রীতিমত স্তম্ভিত হয়ে গিয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। বর্তমান যুগের মানুষের মধ্যে এত ধৈর্যের অভাব, কোন কিছু না পেলেই নিজেকে শেষ করে দেওয়ার এই প্রচেষ্টা তাকে বাকরুদ্ধ করে দিয়েছে। অভিনেত্রী বুঝতে পারছেন না, কেন এইভাবে একটু অসুবিধা হলেই নতুন প্রজন্মের মানুষেরা নিজেদের শেষ করে দিচ্ছেন? জীবন কি এতই সস্তা? অভিনেত্রী বলেন,“আগে ইন্ডাস্ট্রির লোকজন কাজটাকে ভালোবাসতো। মন দিয়ে কাজটা করার চেষ্টা করতো। সে সময় প্রতিভা অনুযায়ী কাজ পেতেন শিল্পীরা। কিন্তু এখন মন দিয়ে কাজ করার মানসিকতা আর নেই। অনেকেরই অন্যদিকে বেশি মন। আমি তো শুনলাম বিদিশা বলে মেয়েটি অনেকগুলো অডিশন দিয়েছিল। কিন্তু সুযোগ পায়নি। অনেক সময় তো প্রতিভার অভাব থাকে। সেটাও তো হতে পারে। কাজ হচ্ছে না বলে মৃত্যুর পথ বাছা তো ঠিক নয়। একটা কাজ না পেলে আবার চেষ্টা করা উচিত কিংবা অন্য কোনো পেশা বেছে নেওয়া উচিত। তা না করে এই পথ কেন?”

আরও পড়ুন: নায়ক চরিত্র ছেড়ে নেগেটিভ চরিত্র করে বলিউডে শন! ছোটপর্দার জনপ্রিয়তা কাজ করবে বড়পর্দাতেও আত্মবিশ্বাসী শন

এরপর বিদিশার মৃত্যুর খবর শুনে বিদিশার বন্ধু মঞ্জুষার মৃত্যু প্রসঙ্গে অভিনেত্রী বলেন বাবা-মার কথা না ভেবে বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়ে একই পথ বেছে নেবো এগুলো ঠিক মানতে পারেন না তিনি। অভিনেত্রীর কথায়, “ এগুলো বড় মুশকিল বিষয়।এগুলো একেবারেই ঠিক নয়। মা বাবার কথা চিন্তা করছে না, পরিবারের অন্য কারো কথা চিন্তা করছে না। এই ধরনের কান্ড ঘটিয়ে ফেলেছে আজকালকার মেয়েরা। নিজের একটু অসুবিধা হচ্ছে বলেই মরে যাব? এগুলো আমি ঠিক মেনে নিতে পারিনা।”

পল্লবীর মৃত্যুর পিছনে পল্লবী নিজেই দায়ী নাকি অন্য কারোর হাত আছে তা এখনো জানা যায়নি, তবে সে যদি প্রেমিকের কারণেই নিজের জীবন শেষ করে থাকে তাহলে সে ভুল করেছে বলেই মনে করেন অভিনেত্রী। লিলি চক্রবর্তীর কথায়, “ আমার মতে কাজের দিকে মন দেওয়া উচিত ছিল। তবে প্রেমিকের জন্য কেউ যদি এমনটা করে সেটা একেবারেই ঠিক নয়। সাফল্য পাওয়ার পরেই দশটা প্রেম করার বিষয়গুলো মানতে সত্যি কষ্ট হয়। ইন্ডাস্ট্রিতে এসেছ, ভালো অভিনয় করছো, দেখতে-শুনতে ভাল, ক্যারিয়ারের দিকে মন দাও। সেটা না করে অন্য পথ নেয় অনেকেই, এসব একেবারেই মানতে পারিনা।”

আরও পড়ুন: গাছে জল দিতে গিয়ে জল ছিটিয়ে বাবা রঞ্জিত মল্লিককে ভিজিয়ে দিলেন মেয়ে কোয়েল! এই বয়সেও বাবার সাথে দুষ্টুমি করতে ছাড়লেন না কোয়েল

এরপরই অভিনেত্রী তাদের সময়ের কথা তুলে বলেন,“তখন আসলে সময়টাই অন্য ছিল। অনেক ভালো অভিনেত্রী ও সেই সময় একটা ছবি করে চলে গিয়েছেন। কেউ নিজে কাজ করতে চাননি, কারো বিয়ে হয়ে গেছে। কিন্তু যারা টেকার তারা নিজের ক্যারিশমা দিয়েই টিকে গিয়েছেন। যারা সত্যিই ভালো কাজ করতেন তাদের প্রত্যেককে এই ইন্ডাস্ট্রি আগলে নিত। উত্তম কুমার ছিলেন অভিভাবকের মতো তিনি ইন্ডাস্ট্রিকে আগলে রাখতেন।”

অভিনেত্রীর মতে, “আজও ইন্ডাস্ট্রি কিন্তু নিজের জায়গায় ঠিকই আছে। কিন্তু যারা সেটার মধ্যে আছে যারা সেটা চালাচ্ছে তারা ঠিকমতো চালাতে পারছেনা‌, আর এখনকার মেয়েদের একাংশ ইন্ডাস্ট্রিতে একটা কাজ পেয়ে ভাবে সে বিরাট কিছু হয়ে গিয়েছে। বিশেষ করে টিভি অভিনেতারা এটা মনে করেন সবাই তাকে নিয়ে এমন নাচানাচি করে। কিন্তু পরে একচুল এদিক ওদিক হলে ডিপ্রেশনে চলে যাচ্ছে। এর মধ্যেও তো অনেক ভালো ভালো অভিনেত্রীরা কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। বেশ কয়েক বছর ধরে কাজ করছেন অনেকে। ভালো-মন্দ নিয়ে চলতে পারলে কিন্তু টিকে যাওয়া যায়।”

Related Articles

Back to top button