বিনোদন

‘সহপাঠীকে বিগড়ে দেওয়ার অভিযোগে শহরের একটি নামজাদা স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল! রেলের অফিসের বাবা প্রিন্সিপালের পা ধরে সে যাত্রায় রক্ষা পান’ সৌরভের মা সব ফাঁস করে দিলো দিদি নম্বর ১ এ

সৌরভ দাস টলিউড জগতে এই নামটির এখন রমরমা বাজার। যেমন দক্ষ অভিনেতা তেমন ভালো মানুষ। মন্টু পাইলট, গুটি মল্লার, রুদ্রবীণার অভিশাপ আরো কত কত সিনেমা আছে তার ঝুলিতে। আর প্রত্যেকটি সিনেমা হিট। দশকের খুবই পছন্দের অভিনেতা সৌরভ। তিনি যে কাজেই হাত দেন সেই সিনেমায় সুপারহিট। কিন্তু আজকের জনপ্রিয় অভিনেতা সৌরভ একটা সময় এত দুরন্ত ছিলেন যে তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল।

সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন সৌরভের মা। সেখানেই সৌরভের হাটি হাড়ি ভেঙেছেন তার মা। ছেলের স্কুল জীবনের ঘটনা একেবারে অকপটে বলেছেন সকলের সামনে। শহরের এক অভিজাত স্কুলে পড়তেন অভিনেতা। সৌরভ যখন নবম শ্রেণীর ছাত্র তখন তারা দুরন্তপণার জন্য তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন অভিনেতার রেল অফিসার বাবা প্রিন্সিপালের হাতে পায়ে ধরে সে যাত্রার মত ছেলেকে স্কুল থেকে তাড়ানোর মতো সিদ্ধান্ত থেকে মুক্তি পান। সে যাত্রার মত রক্ষা পাওয়া গেল।

অভিনেতার মত অভিনেতার মাও বেশ মজার মানুষ। তিনি জানান তিনি সাথে করে চিনির কৌটো নিয়ে এসেছেন। অভিনেতার ছোটবেলার কথা মনে পড়লেই সুগার লেভেল কমতে থাকে তার। শুধু সুগার নয় ছোটবেলা থেকেই ছেলের জন্য সুগার, প্রেসার, কোলেস্টেরল সব রোগই প্রায় ধরিয়ে ফেলেছেন। সৌরভ নাকি এতই দুরন্ত ছিল যে তিনি পড়াশোনার প্রতিও মনোযোগ দিতেন না। যতক্ষণ সৌরভ পড়বে ততক্ষণ তার মাকে নজর দিয়ে বসে থাকতে হবে নয়তো ছেলে উঠে খেলতে চলে যেত।

ছেলের সম্পর্কে এত কিছু বলার পর প্রশংসা করে নিজের মেয়ের। যেমন সৌরভ দুরন্ত বিচ্ছু পোনা ছেলে। তার মেয়ে ঠিক ততটাই উল্টো মেরুর মানুষ। শান্ত মেধাবী। অবশ্য অভিনেতার মা এও স্বীকার করেন যে সৌরভ আজ নিজের গুনেই তার বাবা-মায়ের মুখ উজ্জ্বল করেছে। যে স্কুল থেকে একদিন সৌরভের দুরন্তপনার জন্য সৌরভকে তাড়িয়ে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই স্কুল থেকে এটাকে ডেকে আজ সম্বর্ধনা দেওয়া হয়।

Related Articles

Back to top button