পশ্চিমবঙ্গ সরকার মহানায়ক সম্মান প্রদান করতে পারেন রাজনীতিক অভিনেতা সোহম চক্রবর্তী ও নুসরত জাহানকে, সম্মান প্রাপ্তির দৌড়ে আর কাদের কাদের নাম?

সারা বছর অক্লান্ত ভাবে কাজ করবার পর যদি পুরস্কৃত হওয়া যায় তাহলে কাজ করার উৎসাহ আরো বেড়ে যায়। তাই যে কোনো ক্ষেত্রেই কে কী পুরস্কার পাবে সেই নিয়ে সবার মধ্যেই একটা কৌতুহল থাকে আর তা যদি হয় রুপোলি পর্দার জগত তাহলে তো আর কথাই নেই। ঠিক যেমন বিভিন্ন চ্যানেলে নানান রকম টেলিভিশন হওয়ার পর যখন টেলি একাডেমি পুরস্কার গুলো হয়, তখন মানুষজনের আগ্রহ বেড়ে যায়। কে কী উপহার পাবেন সেই নিয়ে ভাবতে থাকেন। ঠিক তেমনি পশ্চিমবঙ্গ সরকারের সম্মাননা প্রদান অনুষ্ঠান। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে ২০১১ থেকেই বঙ্গ সম্মান প্রদান করা শুরু হয়েছে এছাড়া মহানায়ক সম্মান নিয়েও একটা ভাবনা চিন্তা থাকে। ২০১২ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার মহানায়ক সম্মান প্রদান চালু করেছে। সেই অনুযায়ী, ২৪ শে জুলাই উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে টলিউডের কৃতি শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানানো হয় প্রতি বছর। রাজ্য সরকারের তরফ থেকে মহানায়ক সম্মানের আয়োজন করে এই সম্মান জানানো হবে।
শোনা যাচ্ছে যে আগামী ২৫ শে জুলাই রাজ্য সরকারের পক্ষ থেকে কৃতী শিল্পীদের হাতে মহানায়ক সম্মান তুলে দেওয়া হবে। এখন কে এই সম্মান পাবেন তা নিয়ে জোর আলোচনা চলছে চলচ্চিত্র জগতে। শোনা যাচ্ছে এই বছর মহানায়কের সম্মান পেতে পারেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক সোহম চক্রবর্তী। মেয়েদের মধ্যে এই সম্মান পেতে পারেন নুসরাত জাহান। অন্যদিকে বঙ্গভূষণ সম্মান পেতে পারেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, কুমার শানু, অভিজিৎ, জিৎ গঙ্গোপাধ্যায় ও কৌশিকি চক্রবর্তীর মত বিখ্যাত সংগীত শিল্পীরা। অভিনেতা সংসদ দেব এবং ধারাবাহিক নির্মাতা তথা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় এরও এই সম্মান পাওয়ার কথা শোনা যাচ্ছে না।
পুরস্কার পাওয়ার সেই তালিকায় সম্ভাব্য নাম হিসেবে পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে ইন্দ্রানী হালদারের মতো টলিউডের জনপ্রিয় পরিচালক ও অভিনেত্রীর নামও রয়েছে।