‘বাংলা ছবির অবিচ্ছেদ্য অংশ ছিলাম, একদিন হঠাৎ করে হারিয়ে গেলাম’! অভিনয় করা নিয়ে মুখ খুললেন একসময়ের জনপ্রিয় শিশু শিল্পী অরিত্র দত্ত বনিক

বাংলা সিনেমায় অথবা বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির একসময়ের জনপ্রিয় শিশু শিল্পী ছিলেন অরিত্র দত্ত বনিক। আগেও বহুবার শিশু শিল্পী অভিনয় জগতে এসেছেন এখনো আসছেন। তবে তৎকালীন সময়ে অর্থাৎ ২০০৩ সাল নাগাদ শিশু শিল্পীদের মধ্যে সবথেকে পরিচিত মুখ ছিল অরিত্রের। বিশেষত দেবের বিভিন্ন সিনেমাতে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন অভিনেতা। কাজ করেছেন একাধিক বাংলা সিনেমা সহ বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।
তবে একদিন হঠাৎ করেই একেবারে উধাও হয়ে গেলেন অভিনেতা স্ক্রিন থেকে। তারপর বেশ কিছু বছর দেখা মেলেনি অরিত্রর। সম্প্রতি তাকে ফেসবুকে তার নিজের একটি ছবি পোস্ট করতে দেখা যায়। সেই ছবিতে দেখা যাচ্ছে অভিনেতা নীল রংয়ের জামাপ্যান্ট পড়ে আছেন তবে পুরোটাই নোংরা। এই ছবি পোস্ট করে অরিত্র লিখেছেন, “শিশু শিল্পী হিসেবে একটা সময় আমি বাংলা ছবি ও টেলিভিশনের অবিচ্ছেদ্য মুখ ছিলাম। কিন্তু একদিন হঠাৎই গায়েব হয়ে গেলাম। আমি চেয়েছিলাম, মানুষ যাতে আমাকে পর্দা থেকে পুরোপুরি ভুলে যান।”
খুব অদ্ভুতভাবেই অভিনেতা বলেছেন তিনি চেয়েছিলেন মানুষ যাতে তাকে পুরোপুরি ভুলে যান! অভিনেতা আরো বলেন, “কমেডি অভিনেতা হিসেবে একঘেয়ে হয়ে গিয়েছিলাম আমি।” তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল তবে কি অভিনয় থেকে দূরে সরছেন অভিনেতা? সেই প্রশ্নের জবাবও তিনি দিয়ে রেখেছিলেন তার ফেসবুক পোস্টে। ক্যাপশনেই অভিনেতা বলেন, “নতুনের মতো শুরু করছি। একেবারে শূন্য থেকে। নতুন চরিত্র, নতুন অবতারে ফিরতে চাই। কাজ করতে চাই কলকাতা ও মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দেখুন আমার নতুন লুক। ছবিটার নাম ‘ওয়েভলেন্থ’।”
প্রসঙ্গত এই ছবির পরিচালক রুদ্রজিৎ রায়, লেখক রাহুল রায়। নতুন রূপে ফিরে আসছেন অরিত্র এই ছবির মাধ্যমে। ভালো গল্প ভালো স্ক্রিপ্ট সর্বোপরি বহুমুখী চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন একসময়ের জনপ্রিয় অভিনেতা অরিত্র দত্ত বনিক। তাঁর করা ছবির ভান্ডারে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘চ্যালেঞ্জ’, ‘লে ছক্কা’, ‘খোকাবাবু’র মতো বাংলা ছবি। সিনেমার পাশাপাশি আছে ধারাবাহিকও যেমন ‘তিথির অতিথি’, ‘সুখ’, ‘এই ঘর এই সংসার’। ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’ রিয়্যালিটি শো সঞ্চালনা করেছেন। তবে এবার শুরু হবে তার নতুন করে শুরু হবে পথ চলা।