বিনোদন

“তুমিও কি নুসরাতের সাথে রোজা রাখবে?” ফেজ টুপিতে ছবি পোস্ট নিয়ে কটাক্ষের শিকার অভিনেতা যশ

বিগত বছর থেকে নতুন বছর পর্যন্ত যেনো বিতর্কের ওপর নাম টলি পাড়ার দুই অভিনেতা – অভিনেত্রী , নুসরত – যশ। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবন সব নিয়েই কম জলঘোলা হয়নি। একের পর এক বিতর্কের সম্মুখীন হতে হলেও নুসরত , যশ কেউই কিন্তু সেভাবে সমালোচকদের পাত্তা দেননি উলটে নিজেদের জীবনে সাহসী পদক্ষেপ গুলো নিয়ে গেছেন। তবে আবার এই জুটি বিতর্কের মাঝে পড়েছেন। বিতর্কের বিষয় যশের একটি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টকে কেন্দ্র করে।

আরও পড়ুন: টেনশনে সিঁদুরদানের সময়েও নাকি তাঁর হাত কাঁপছিল! ইসমার্ট জোড়িতে নিজের হাত কাঁপার কারণ খোলসা করলেন জিতু

শ্রীনগরের হজরত বাল মসজিদ থেকে পবিত্র রমজান উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন নুসরত, সেই পর্যন্ত বিষয়টা ঠিকঠাক থাকলেও ঠিক তারপরেই যশ ফটো পোস্ট করেন অন্যরকম সাজে আর যা নিয়ে শুরু হয়েছে ট্রোলিং।

অভিনেতা যশের পরনে রয়েছে সাদা টি শার্ট , ডেনিম জ্যাকেট , জিন্স তার সাথে যা সবথেকে নজর কেড়েছে মাথায় একটি ফেজ টুপি। যা দেখে রীতিমতো তেলেবেগুনে জ্বলে উঠেছেন কিছু কিছু ভক্তবৃন্দ। শেষ পর্যন্ত বউ এর জন্য নিজের ধর্ম বিসর্জন দিয়ে বসলেন! এমন সব কটূক্তি উঠে এসেছে অভিনেতার প্রতি। মুসলিমের এমন সাজে যশ কে দেখে একজন ভক্ত তো প্রশ্ন করেই বসেছেন, ‘,তুমি কি নুসরত দিদির সাথে রোজাও রাখবে নাকি’?, আবার অন্য একজন প্রশ্ন তুলেছেন, মুসলিম মেয়েকে বিয়ে করে শেষ পর্যন্ত নিজের ধর্ম , রীতিনীতি জলাঞ্জলি দিয়ে বসেছেন নাকি তিনি! এইভাবে ধর্ম সম্পর্কিত নানা কটাক্ষ ধেয়ে এসেছে অভিনেতার দিকে।

 

View this post on Instagram

 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

তবে ধর্ম নিয়ে কিছুদিন পূর্বেও কটাক্ষের তীব্র শিকার হতে হয়েছিল পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং সেই কটাক্ষ থেকে বাদ পড়েনি তাঁদের ছোট শিশু ইউভানও। আজমের শরিফ দরগায় পুজো দেওয়াকে কেন্দ্র করে ইউভানের মাথায় ছিল ফেজ টুপি যা নিয়ে তীব্র ভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁদের। অভিনেত্রী নুসরাত জাহান যদিও বরাবর অত্যন্ত কড়া হাতে ট্রোলারদের সামলে থাকেন, তার নজির অবশ্য আমরা আগেও পেয়েছি। একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, নুসরত মুসলিম, যশ হিন্দু, তাহালে তাঁদের ছেলে ঈশানের ধর্ম কি হবে? এই প্রশ্নের উত্তরে তিনি ধর্মের সাম্যতা বজায় রেখে উত্তর দিয়েছিলেন, তাঁদের ছেলে ঈশানকে তিনি একজন ভালো মানুষ হিসেবে বড়ো করে তুলতে চান।

আরও পড়ুন: সকলের প্রিয় ‘গদাই ঠাকুর’ ওরফে সৌরভ সাহা এবার ইসমার্ট জোড়ি -র মঞ্চে, দ্বিতীয়বার বিয়ে করে চমক দিলেন ভক্তদের!

 

View this post on Instagram

 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

অভিনেত্রী আরও সংযোজন করে বলেছিলেন, তিনি মুসলিম , যশ হিন্দু , তাই তাঁদের ছেলে ঈশান হবে ধর্মনিরপেক্ষ , ভারতের প্রতীক। তাঁদের ছেলে একসাথে দুটো ধর্মকেই মান্যতা দিতে শিখবে , দুই ধর্মের উৎসব কেই সমাজ ভাবে পালন করার শিক্ষায় গড়ে উঠবে।

Related Articles

Back to top button