বাংলা সিনেমার জগতে ফের খারাপ খবর! মাতৃহারা হলেন অভিনেতা যশ

টলিউডে যেনো একের পর এক খারাপ খবর লেগেই রয়েছে। কিছুদিন আগেই টলিউড হারিয়েছে তাদের একজন প্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে। সেই শোক ভুলতে না ভুলতে মাকে হারিয়ে মাতৃহারা হয়ে গেলেন বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা যশ দাশগুপ্ত। এই খবর শোনার পরেই স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে টলিউড জুড়ে।
গত দুদিন যাবৎ অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকতে দেখা যায়নি। তবে এভাবে যে দুঃসংবাদ টা আসবে কেউ কল্পনাও করতে পারেননি। রবিবার মধ্যরাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মা হারা হয়েছেন অভিনেতা যশ। জানা গিয়েছে, বহুদিন ধরেই অভিনেতার মা জয়শ্রী দাশগুপ্ত অসুস্থ অবস্থায় ছিলেন। অসুস্থ থাকার দরুন তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। তার মধ্যেই রবিবার মাঝ রাতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে ওনার। দুদিন কেটে গেলেও মায়ের মৃত্যু শোক কাটিয়ে কিছুটা স্বাভাবিক হতে অভিনেতার এতটা সময় লেগেছে খবরটা সোশ্যাল মিডিয়ার সামনে আনতে।
স্বাভাবিকভাবেই সারা পরিবার বর্তমানে শোকে মুহ্যমান হয়ে রয়েছেন। যশ মাতৃহারা হওয়ার সাথে সাথে ছোট ঈশান তার ঠাম্মাকে হারিয়ে ফেললো বড়ো হওয়ার আগেই, একইসাথে নুসরাত তার শাশুড়ি মা কে অকালে হারালেন। অভিনেতা একান্তভাবে তাঁর ভক্তদের কাছে অনুরোধ জানিয়েছেন, সবাই যেনো নীরবে এমন কঠিন দিনে তাঁদের পাশে থাকে। মা এর সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা জানিয়েছিলেন, মডেলিং জগতে আসার সময় থেকে একমাত্র মা ছিল তাঁর সঙ্গী যিনি সবসময সাথ দিয়ে এসেছেন সমস্ত ক্ষেত্রে। অভিনয় জগৎ থেকে মডেলিং জগৎ সবেতেই মা জয়শ্রী দেবী ই তাঁর প্রেরণা ছিলেন।
অভিনেতার পাশে সবসময় রয়েছেন নুসরাত। তার সাথে সাথে অভিনেতার অগণিত ভক্তরা এই খবর আসা মাত্রই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন অভিনেতাকে সেইসঙ্গে তিনি যেনো খুব শীঘ্রই এই শোক কাটিয়ে ফের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এই কামনা করেছেন।
মা কে এইভাবে অকালে হারিয়ে একেবারে নির্বাক হয়ে গিয়েছেন অভিনেতা যশ। তিনি কোনোভাবেই এখন বেশি কথা বলার মত অবস্থায় নেই। মাই প্রথম তাঁকে শিখিয়েছিলেন , কিভাবে নিজেকে আলাদা প্রমাণ করতে হয়। সেই মা যে নেই তিনি যেনো বিশ্বাস করতে পারছেন না। আমরাও চাইবো অভিনেতার মায়ের আত্মার শান্তি কামনা সেইসঙ্গে যশ যেনো অতিদ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।