বিনোদন

সমুদ্র তটে চাবুক ফিগারে উষ্ণতা ছড়াচ্ছেন সদ্য মা হওয়া নুসরত! যশ গৃহিণীর এমন লুক দেখে মুগ্ধ সকলে

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান সবসময়ই খবরের হেডলাইনে থাকেন। বিভিন্ন সময় নানা কারনে তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, কখনো প্রেমিকের কুকর্মের জন্য, কখনো নিজের স্বামী নিখিল জৈনের সাথে সম্পর্ককে এক লহমায় অস্বীকার করার জন্য। নিখিলের সাথে তার বিয়েটা কোনো বৈধ বিয়ে নয় তার এই বক্তব্যকে ঘিরে রীতিমতো বিতর্কের সূত্রপাত হয়। এরপর টলিউডের অপর জনপ্রিয় অভিনেতা যশ এর সাথে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে শুরু করে। পরে হঠাৎ একদিন জানা যায় নুসরত মা হতে চলেছেন! কিন্তু তার সন্তানের বাবার নাম তিনি প্রকাশ্যে আনতে চাননি, এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিলো, একদিন অভিনেত্রী নিজেই আবার সকলকে জানিয়ে দেন তার সন্তানের বাবা যশ। এরপর আবার যশের সাথে নতুন করে জীবন শুরু করা- সব মিলিয়ে বারংবার চর্চিত হয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘ট্রেনের জেনারেল কামরায় মাটিতে বসে আসতে হয়েছিল’, শুভশ্রীর দিদি দেবশ্রী শোনালেন সিঙ্গেল মাদার হিসেবে তার স্ট্র্যাগেলের গল্প! শুভশ্রীর দিদির জীবনের লড়াই অবাক করবে আপনাকেও

সম্প্রতি অভিনেত্রী সম্পূর্ণ অন্যরকম একটি লুক ধরা দিলেন। কয়েক মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন তিনি, তার আর যশের এই সন্তানের নাম ঈশান। সন্তানকে স্লিপ ট্রেন করার বিষয়ে যশের ভূমিকার কথা কিছুদিন আগেই দাদাগিরিতে এসে খোলসা করে বলেন অভিনেত্রী। যশ দাশগুপ্ত এমনভাবে ঈশান কে ঘুমের ট্রেনিং দিয়েছে যে এখন ছোট্ট ঈশান তার বাবা-মার ঘুমের সময়েই ঘুমায়। সদ্য মা হওয়া অভিনেত্রী সম্পূর্ণ অন্য একটি কারণে বর্তমানে আবার চর্চায় এসেছেন।

মা হলে সবার শরীরের একটু পরিবর্তন হয়। কিন্তু অভিনেত্রী নুসরত জাহান সম্পূর্ণ ব্যতিক্রম। সম্প্রতি তিনি তার কতগুলি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যেখানে তারা হট লুক দেখে রীতিমত তাজ্জব হয়ে গেছে সকলে। নুসরতের সেই ছবিতে দেখা যাচ্ছে নীল কালো অন্তর্বাস ও হলুদ প্লাজো পরে রীতিমতো সুপার হট লাগছে অভিনেত্রীকে। তার সুডৌল স্তন, চিকন পেট, সুন্দর চেহারা দেখে কে বলবে যে কয়েক মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন তিনি! বিকিনি পরে তাকে একদম বিদেশীদের‌ই মত লাগছে।

আরও পড়ুন: মাঝবয়সী অরিন্দম এখন পারফেক্ট হাজবেন্ড ম্যাটিরিয়াল! শুরুতে তুমুল সমালোচিত গোধূলি আলাপের নায়ক‌ই আদর্শ স্বামী!

সমুদ্রতটে তার চাবুক ফিগার দেখে রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা। পড়ন্ত বিকেল বা সূর্য ওঠার আগের মুহূর্তে এই ছবিটি তোলা। সমুদ্রতটের মধ্যে অভিনেত্রীর মেদহীন ছিপছিপে শরীর আর নীল আকাশের সাথে মানানসই করা তার অন্তর্বাসের রং- সব মিলিয়ে মোহময়ী হয়ে উঠেছেন ঈশানের মা! অনুরাগীদের রাতের ঘুম উড়েছে হট মাম্মিকে দেখে।

Related Articles

Back to top button