ভারতে নয়, ইন্দোনেশিয়ায় গিয়ে ভামবিড়ালের মল থেকে নিজেই কফি বানিয়ে খেলেন কোটি টাকার মালিক সুপারস্টার নুসরত জাহান! টেস্ট করে দেখলেন যশ-নুসরাত

যশের সঙ্গে আবারও ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। এবারের দুজনের ডেস্টিনেশন হলো ইন্দোনেশিয়া। সেখানেই ছুটির আমেজে গা ভাসাচ্ছেন দুজনে। আর সেখান থেকেই বর্তমানে একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন দুজনে। ছবিতে নুসরাতকে কফি বানাতে দেখা গেলো এবং যশ কে সাহায্যের হাত বাড়াতে দেখা গেলো।
নুসরাত নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেখানেই দুজন কে রিসোর্ট এর সিড়ি থেকে নেমে পাথুরে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা গিয়েছে। ভিতরে দেখা দিল বন বিড়াল। তারপরই কফি গাছ থেকে কফি বীজ পারতে দেখা গেলো নুসরাতকে। এরপর নুসরাত নিজের হাতে সেই কফির বীজ গুলো রোস্ট করে বড় হামান দিস্তা দিয়ে সেই কফির বীজগুলি পেস্ট করলেন এবং কফি বানিয়ে সেই কফি যশ কে দিয়ে টেস্ট করালেন নিজেও সেই কফি চেখে দেখলেন।
ভিডিওতে যশ এবং নুসরাত দুজনেই নিয়ন সবুজ রঙের পোশাক পড়েছেন। নুসরাত পড়েছেন একটাই টপ ও হট প্যান্ট এবং যশ পড়েছেন একটি টি শার্ট ও হাফ প্যান্ট। ভিডিওটি ইতিমধ্যেই ১৬ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন। অসংখ্য মানুষ কমেন্ট ও করেছেন। এটি অবশ্য নতুন ভিডিও নয়। ভিডিওটি পোস্ট করে নুসরাত হ্যাশ ট্যাগ throwback লিখেছেন। ইন্দোনেশিয়ার গিয়ে পৃথিবীর সবথেকে দামি ‘লুয়াক’ বা ‘গন্ধগোকুল’ কফির স্বাদ নিয়েছেন যশ নুসরাত। তবে এই কফি তৈরি হয় একেবারে ভিন্ন পদ্ধতিতে। যা শুনলে আপনিও অবাক হবেন। প্রথমে চাষ করা কফি ফল পাম সিভেট বা ভাম বিড়ালকে খাওয়ানো হয়। ভাম বিড়াল কফি ফলের দানাগুলো হজম করতে পারে না, যা তাদের মল থেকে বের হয়ে আসে। সেই বিজগুলো সংগ্রহ করে, তা শুকিয়ে, রোস্ট করে গুড়িয়েই তৈরি হয় সবথেকে দামি কফি। যার সর্বনিম্ন দাম ৩৫ ডলার আর সর্বোচ্চ দাম ১০০ ডলার। ইন্দোনেশিয়ায় তেই পাওয়া যায় এই বহুমূল্য কফি।
View this post on Instagram