বিনোদন

রাজস্থানে গিয়ে রোমান্টিক মুডে ধরা দিলেন যশ-নুসরাত, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার হল জনপ্রিয় জুটি

বর্তমানে টলিউডের অন্যতম চর্চিত জুটি হলো যশ এবং নুসরাত। দুজনের প্রেম নিয়ে চর্চা একসময় হিট অফ দ্য টপিক ছিল সোশ্যাল মিডিয়াতে। বর্তমানে দুজনই রয়েছেন রাজস্থানে, সেখানে চলছে সোল ফেস্টিভ্যাল। তবে দুজনকে একসঙ্গে দেখা গেলেও দেখা যায়নি তাদের ছোট্ট পুত্র সন্তান ঈশান কে।

রাজস্থান থেকেই বিভিন্ন ছবি এবং রিল ভিডিও শেয়ার করতে দেখা যাচ্ছে দুজনকে। কিছুদিন আগেই উদয়পুর ঘুরতে গিয়েছিলেন তারা। সেখান থেকেই একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যা রাতারাতি ভাইরাল হয়ে পড়ে।

ছবিতে যশ ও নুসরত একে অপরের দিকে তাকিয়ে। যশের পরনে রয়েছে নীল রঙের ডেনিম ও গ্রে রঙের টি-শার্ট। চোখে রয়েছে সানগ্লাস। নুসরত পরেছেন হাই ওয়েস্ট নীল ডেনিম। তার সাথে রয়েছে ক্রপ টপ। ক্রপ টপের স্লিভ স্প্যাগেটি। ক্রপ টপটি কালো রঙের। টপ জুড়ে রয়েছে মিরর ওয়ার্ক।

সামান্য ডিপ নেকলাইন টপটির। মিরর ওয়ার্কের সাথে লাল রঙের এমব্রয়ডারি রয়েছে টপ জুড়ে। হালকা মেকআপ করেছেন নুসরত। চুল খোলা রয়েছে। কানে রয়েছে অক্সিডাইজড ইয়ারিং। ছবিটির ব্যাকগ্রাউন্ডে বাজছে আইকনিক ফিল্ম ‘রোজা’-র বিখ্যাত গান ‘ইয়ে হাসিন বাদিয়াঁ’।

আর এই ছবি প্রকাশ্যে আসতে একেক জন নেটিজেন এক এক রকম কমেন্ট করেছে। কেউ প্রশংসা করলেও অনেকেই কটাক্ষ করেছে দুজনকে দেখে। খুব শীঘ্রই নুসরাত এবং যশ অভিনীত থ্রিলার ছবি শিকার আসতে চলেছে। সেই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের।

Related Articles

Back to top button