ছোট ইউভানের প্রথম স্কুলে যাওয়ার দিন! মা শুভশ্রী গাঙ্গুলি ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন সেই ছবি

পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির একমাত্র পুত্র ইউভান। এবার সে চললো স্কুলে! আর সেই স্কুলে যাওয়ার ফটো শেয়ার করেছেন মা সোশ্যাল মিডিয়ায়, যা দেখে ভক্তদের ভালোবাসা উপচে পড়ছে। একরত্তি যেনো কতো তাড়াতাড়ি বড়ো হয়ে গেলো। প্লে স্কুলে যাচ্ছে ছোট ইউভান। মা বাবার আনন্দ যেনো ধরেনা। সোশ্যাল মিডিয়ায় এই আনন্দের মিষ্টি মুহূর্ত শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। আসতে আসতে বছর ঘুরে ছোট ছেলে এবার স্কুলের দিকে পা বাড়ালো। সোশ্যাল মিডিয়ায় প্রথম থেকেই ইউভান আলাদাই ক্রেজ রয়েছে। যেখানে ছোট থেকে তাঁর অনুরাগীদের সংখ্যা খুব কম মোটেই নয়।
মঙ্গলবারই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সোশ্যাল মিডিয়ায় ইউভানের ছবি পোস্ট করে এই সুখবরটি ভক্তদের জন্য দিয়েছেন। যেখানে ইউভানকে দেখতেও লাগছে খুব মিষ্টি। পরনে রয়েছে, অফ হোয়াইট টি শার্ট,নীল জিন্সের শর্টস রয়েছে সাথে মানানসই ভাবে, কাঁধে ব্যাগ ও পায়ে রয়েছে স্নিকার্স আর মোজা। মা শুভশ্রী গাঙ্গুলি ছেলের এমন মিষ্টি ছবি শেয়ারের সাথে সাথে ক্যাপশনে লিখেছেন, বিশ্বাস হচ্ছেনা। সত্যিই তাই! অনুরাগীরা ও যেনো বিশ্বাস করতে পারছেন না। সেদিনকার ছোট ইউভান এবার যাচ্ছে স্কুলের উদ্যেশ্যে।
এই বছরের সরস্বতী পুজো তেই হাতেখড়ি হয়েছিল একরত্তির। সেই ছবিও শেয়ার করে নিয়েছিলেন বাবা মা দুজনেই। সেই প্রসঙ্গে বাবা রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, এত ছোট থেকে ইউভানের পড়াশোনার দিকে খুব বেশি আগ্রহ দেখা গিয়েছে। তাই তাঁরা আর দেরি না করেই আগেভাগে হাতেখড়ি দিয়ে দিয়েছিলেন। মাত্র ১ বছর ৭ মাস বয়সে ইউভানের স্কুলে যাওয়ার ছবি দেখে ভক্তরাও উচ্ছসিত হয়ে পড়েছেন। ছোট থেকে অনুরাগীদের খুব পছন্দের ছোট ইউভান। তার ওপর এমন মানানসই পোশাক , পিঠে ব্যাগ নিয়ে যেনো কি মিষ্টি লাগছে।
গত ২০২০ সালের সেপ্টেম্বর মাসে রাজ শুভশ্রীর কোল জুড়ে এসেছিল ছোট ইউভান। তার পর থেকেই নিজের ভঙ্গিমা থেকে শুরু করে স্টাইলিশ লুক আর চুলের স্টাইলে দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে সে। তারকা মা বাবা প্রথম থেকেই ছেলের প্রতিটা বেড়ে ওঠার ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে শেয়ার করেছেন। প্রতি ক্ষেত্রে ভক্তদের থেকে খুব ভালোবাসা পেয়েছে ইউভান। এবারেও ছবি শেয়ার করার সাথে সাথেই ভালোবাসা, আশীর্বাদে ভরিয়ে দিয়েছে অনুরাগীরা, কমেন্ট বক্স ভরে উঠেছে ভালোবাসার সব কমেন্টে।
View this post on Instagram