বিনোদন

ছোট ইউভান শিখে ফেললো আই লাভ ইউ বলতে! ভাইরাল সেই আদো গলার ভিডিও

পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ছেলে ইউভানের জন্ম থেকে বেড়ে ওঠার প্রতিটি স্টেপ মা বাবা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ভক্তদের সাথে। সেই সূত্রে খুদে ইউভান নেট দুনিয়ায় বেশ ভাইরাল বেবি হয়ে উঠেছে। এই ছোট বয়সেই প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে তারও। সম্প্রতি খুদে আবার মাত্র দেড় বছর বয়সে স্কুলে যাওয়া শুরু করেছে। প্লে স্কুলে যাওয়ার সেই ছবিও শেয়ার করেছিলেন মা শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু এবার আবার মা কে অনুকরণ করতে শিখে গিয়েছে ছোট ইউভান। একেবারে মা কে নকল করে কথা বলতে শিখে গিয়েছে সে।

আরও পড়ুন: এবার কি তবে বিয়ের পিঁড়িতে অভিনেতা সৌরভ দাস! পাত্রী সম্পর্কে কি বললেন তিনি সংবাদমাধ্যমের সামনে

একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা গিয়েছে মায়ের কাঁধে মাথা রেখেছে ইউভান। তারপরেই মা শুভশ্রী গাঙ্গুলি শিখিয়ে দিচ্ছে, ‘আই লাভ ইউ।’ এই কথা শুনে আদো আদো গলায় সেও মায়ের সাথে সাথে মজার ছলে বলতে শুরু করেছে। একেবারে মা কে দেখে নকল করে ফেলেছে ছেলে। এই মিষ্টি ভিডিও ভাইরাল হতেই নেট দুনিয়ায় বিপুল পরিমানে ভাইরাল হয়েছে এই ভিডিও। ছোট ইউভানের এই মিষ্টতা দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। কিছুদিন আগেই সরস্বতী পুজোর দিন হাতেখড়ি হয়েছে ছোট ইউভানের।

কিছুদিন আগেই ইউভানের মুন্ডন হয়েছে। তার ছোট থেকে মাথা ভর্তি চুল কেটে ফেলা হয়েছে।আজমেঢ় শরিফ দরগায় গিয়ে কিছুদিন আগেই সেখানকার নিয়ম মত ইউভানকে ফেজ টুপি পরানো হয়েছিল যা নিয়ে রীতিমতো আবার কটাক্ষ করেছিলেন কিছু সমালোচকরা। এক্ষেত্রেও তাঁরা ছোট খুদের সাথে সাম্প্রদায়িকতা যোগ করেছিলেন। তবে তার বাবা মা চায় তাদের ছেলে এভাবে ধর্ম নিরপেক্ষ ভাবে সমাজের ভাল খারাপ সব কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে আস্তে আস্তে বেড়ে উঠুক। যাতে করে বাচ্চার শৈশব নষ্ট না হয়ে যায়।

আরও পড়ুন: কথা দিয়ে কথা রাখেননি পরিচালক-অভিনেতা অঞ্জন দত্ত, আইনি নোটিশ জারি প্রযোজক রানা সরকারের!

তবে এবার ছোট বেবির মা কে অনুকরণ করে আই লাভ ইউ বলা কিন্তু সবার খুব পছন্দ হয়েছে। মা শুভশ্রী আগেই জানিয়েছিলেন ছেলে ফুটবল খেলতে খুব পছন্দ করে এমনকি কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে এত অল্প বয়সেই দক্ষ খেলোয়াড়ের মতো একেবারে গোল দিচ্ছে সে। প্রসঙ্গে বলা যায়, বছরের প্রথম দিন বাবার সাথে ম্যাচিং করে পাঞ্জাবিতে দেখা গিয়েছিল ছোট ইউভানকে।যে ছবি একসাথে তিন জনের ফ্রেম বন্দী করে মা শুভশ্রী গাঙ্গুলি শেয়ার করেছিলেন ভক্তদের সাথে।

Related Articles

Back to top button