এবার অভিনেত্রী দেবীনা এবং গুরমিতের মতো দ্বিতীয়বার সন্তানের জন্মদিনে চলেছেন রাজ শুভশ্রী? ভাইরাল ছবি

বর্তমানে বলিউড এবং টলিউডের অনেক অভিনেত্রীরাই মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন। কয়েকজন অভিনেত্রী কিছুদিন হলো সন্তানের জন্ম দিয়েছেন। আবার কয়েকজন আগামী কয়েক মাসের মধ্যেই সন্তানের জন্ম দিতে চলেছেন। যেমন গত বছরই নুসরাত জাহানের গর্ভবতী হওয়ার খবর সামনে আসাতেই বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সময় তাকে নিয়ে নানান কটাক্ষ, সমালোচনা, তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে ২ বছর আগে সব থেকে বেশি চর্চায় ছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সন্তান জন্ম দেওয়ার পর থেকেই সে খুদে তারকায় পরিণত হয়েছে। বর্তমানে সকলের নয়নের মনি ইউভান। তাকে নিয়ে মাতামাতির শেষ নেই সোশ্যাল মিডিয়াতে। রয়েছে তার অসংখ্য ভক্ত এমনকি অনেক ফ্যান পেইজও রয়েছে ইতিমধ্যে।
তবে এবার ইউভানের দ্বিতীয় জন্মদিনের দিনই জল্পনা উঠলো সোশ্যাল মিডিয়া জুড়ে। আবারও দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলী? সম্প্রতি আবারও দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী দেবীনা ব্যানার্জি। চারমাস আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। তবে আবার অন্তসত্তা অভিনেত্রী। এই নিয়ে অনেক তর্ক-বিতর্ক হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অভিনেত্রী স্বামী গুরমিত জানান যে আসলে দেবীনা এতটাই সুন্দরী যে তিনি দ্বিতীয়বার বাবা হওয়ার লোভ সামলাতে পারলেন না।
তবে সেটাই কি ঘটলো শুভশ্রী রাজের ক্ষেত্রে? আসলে জন্মদিনের দিন রাজ ইউভানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনটা লিখেছেন ২ এবং তা নিয়ে উঠেছে জল্পনা। সকলেই ভাবছেন হয়তো দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রাজ চক্রবর্তী। তবে এমনটা একেবারেই নয়। আসলে ইউভানের দ্বিতীয় বর্ষের জন্মদিনের জন্যই এই ধরনের ক্যাপশন দিয়েছেন পরিচালক।
View this post on Instagram