৯৯-১০০% পুরুষ মানুষ হস্তমৈথুন করেন, দাবি টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এর

বর্তমানে ওয়েব সিরিজ মানেই যৌণ দৃশ্যে ভরপুর। গোটা ওয়েব সিরিজ জুড়েই এই ধরনের যৌণ দৃশ্য দেখানো হয়ে থাকে। বাংলা ওয়েব সিরিজ হোক বা হিন্দি, ভোজপুরি সব ওয়েব সিরিজ গুলোতেই এই দৃশ্য দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন দর্শকেরা। তবে এবারে এই চরম রোমান্টিসিজমের সপক্ষে যুক্তি দিলেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। বর্তমানে অনির্বাণ টলিউডের সেরা ১০ জন অভিনেতার মধ্যে একজন। তার অভিনয়ের দক্ষতা সত্যিই নজরকাড়া। সম্প্রতি এক সংবাদমাধ্যমে অনির্বাণ নিজস্ব কিছু ব্যাক্তিগত মতামত জানিয়েছেন। যেখানে তিনি দাবি করেন যে ৯৯-১০০% পুরুষ মানুষ হস্তমৈথুন করেন। কিন্তু সেই দৃশ্য যখন নিজেরা পর্দায় দেখেন তখন ছিঃ ছিঃ করেন। এখানেই তার আক্ষেপ যে এখনও এই দেশে যৌন শিক্ষার সঠিক প্রসার হয়নি।
কিছুদিন আগে অনির্বাণ রণবীর সিং এর নুড ফটোশুট নিয়ে কথা বলেছেন। তিনি বলেন “একজন অভিনেতা ন্যুড ফটোশ্যুট করতেই পারেন। তিনি কি ভালো কাজ করেছেন সেদিকে আগ্রহ নেই অথচ সে কোনও গণ্ডোগোলের কাজ করেছে তখনই ‘চল তো যাই, গিয়ে দেখি…” অনির্বাণের এই যুক্তিকে অনেকেই সমর্থন করেছেন।
আসলে অনির্বাণকে প্রত্যেকের শিক্ষিত, দক্ষ এবং মার্জিত একজন অভিনেতা হিসেবে বরাবর চিনে এসেছেন। বর্তমানে শুধু অভিনেতাই নয়, একজন পরিচালক হিসেবেও ওয়েব সিরিজের নিজের কাজ শুরু করে দিয়েছেন তিনি। মন্দার তারই পরিচালনার একটি ওয়েব সিরিজ। সেখানে দারুন দক্ষতার মাধ্যমে বিভিন্ন দৃশ্য গুলি ফুটিয়ে তুলেছেন তিনি দর্শকের সামনে। বারবার নিজেকে প্রমাণ করে চলেছেন এই অভিনেতা।