গসিপ

বজরঙ্গি ভাইজান এর সেই ছোট্ট মুন্নিকে মনে পরে? এখন সেই পূর্ণ যৌবনার জনপ্রিয় গানের অসাধারণ নাচ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

“বাজরাঙ্গি ভাইজান” সিনেমার সেই ছোট্ট মুন্নি এখন আর ছোটটি নেই। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে পরেছেন তিনি। এই সিনেমায় মুন্নির চরিত্রে অভিনয় করেছিলেন শিশু শিল্পী হার্ষালি মালহোত্রা। জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে শ্রীকৃষ্ণের একটি গানে অসাধারণ নাচের ভিডিও বানিয়েছেন অভিনেত্রী। আর তখনই নাচের ভিডিও হয়েছে ভাইরাল। প্রশংসার ঝড় উঠেছে নেট পাড়ায়। রুপ ও গুনে যেন একেবারে শ্রী রাধিকা হার্ষালি।

২০১৫ সালে সালমান খান এবং কারিনা কাপুর খান অভিনীত সুপার ডুপার হিট সিনেমা “বজরঙ্গি ভাইজান”। এই সিনেমার হাত ধরেই অভিনয় জগতে আসেন ছোট্ট হার্ষালি। বড় পর্দা এটাই তাঁর প্রথম কাজ। প্রথম কাজেই সালমান খানের সাথে তাঁর মুন্নির চরিত্রের যে অভিব্যক্তি তা মন ছুঁয়েছিল দর্শকের। সিনেমার এত বছর পরেও দর্শকম মনে রেখেছে ছোট্ট মুন্নিকে।

কিন্তু তারপরে আর পর্দায় দেখতে পাওয়া যায়নি হার্ষালিকে। নিজের নাচ এবং পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলেন অভিনেত্রী। উক্ত ভিডিওটিতে দেখা যাচ্ছে “শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি” গানে অনবদ্য নৃত্য ভঙ্গিমায় মেতে উঠেছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নাচের ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবঃ। সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি”।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হবার সাথে সাথে ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। ভিডিওটি মানুষ খুবই পছন্দ করেছেন যেখানে অভিনেত্রীকে একেবারে শ্রীরাধিকার মত দেখতে লাগছে। ৪৮ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন এবং ৩ লক্ষ জনের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। কমেন্তবক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘সুন্দর মুন্নি’। আবার একজন লিখেছে, ‘হর্ষালি আপনি একদিন অনেক সাফল্য পাবেন। আপনার মধ্যে অনেক প্রতিভা রয়েছে। আপনার আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাচ্ছি’।

Related Articles

Back to top button