সাংবাদিকের সাথে সহবাস আমিরের! সন্তানের জন্ম হতেই মুখ ফেরান লগন অভিনেতা, তারপর কী হলো সেই সন্তানের?

জনপ্রিয় অভিনেতা আমির খান বর্তমানে বলিউডের অন্যতম হিরো। সবচেয়ে সফল এবং জনপ্রিয় এই অভিনেতা তার দীর্ঘ কর্মজীবনে ফিল্ম ফেয়ার পুরস্কার সহ পদ্মশ্রী পুরস্কার অর্জন করেছেন। এমনকি বলিউডে তার অবদানের জন্য ভারত সরকার ২০১০ সালে পদ্মভূষণ পদক দ্বারা সম্মানিত করেছেন এই অভিনেতাকে। অভিনয়ের পাশাপাশি আমির খান প্রোডাকশনস নামে তার একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থাও রয়েছে। এহেন জনপ্রিয় মানুষটি অভিনয় ছাড়াও আরো অনেক ক্ষেত্রে বারংবার চর্চিত হয়েছেন। বিশেষত তার লাভ লাইফ তার ব্যক্তিগত লাইফ বারংবার খবরের হেডলাইন হয়েছে।
আরও পড়ুন: বিধবা হয়েও এত ফুর্তি! নীতু কপূর কেঁদে বুক ভাসান না কেন-কটাক্ষের মোক্ষম জবাব দিলেন নীতু
প্রীতি জিন্টা থেকে শুরু করে ফাতিমা সানা শেখকে নিয়ে বারংবার সম্পর্কের গুঞ্জনে নাম জড়িয়েছে এই বলি তারকার। এমনকি একবার একজন সাংবাদিকের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে শোনা যায়। গুঞ্জনের এখানেই শেষ নয় শোনা যায় সেই সাংবাদিকের সাথে সম্পর্কের ফলে আমিরের একটি পুত্র সন্তানের জন্ম হয়। কে সেই সন্তান বর্তমানে কী করছে সে জানেন?
বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন আমির। এই সম্পর্কের ফলস্বরূপ গর্ভবতী হয়ে পড়েন জেসিকা। শোনা যায় সেই সময় সন্তান চান নি আমির খান, তিনি জেসিকাকে সে কথা বলেন। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সন্তানকে নষ্ট করতে হবে বলে শর্ত দেন আমির।
জেসিকার কাছে সম্পর্ক টিকিয়ে রাখার থেকে সন্তান বেশি মূল্যবান হয়ে উঠেছিল। তাই সম্পর্ককে বুড়ো আঙুল দেখিয়ে সন্তানের জীবন বাঁচান তিনি। পুত্র সন্তানের জন্ম দেন আর আদর করে তার নাম রাখেন জান। পরবর্তীতে জেসিকা দাবি করেছিলেন যে, সন্তানকে তার প্রাপ্য সম্মান দিয়ে মান্যতা দেওয়া দূরে থাক, গর্ভবতী অবস্থায় আমির তার একটাও খোঁজ নেননি।
২০১৫ সালে ছেলের বিষয়ে কথা বলেছিলেন জেসিকা। সে সময় তিনি বলেন যে তার ছেলে বড় হয়ে গেছে সে এখন বিখ্যাত ম্যাগাজিন ভোগ এ মডেল হিসেবে কাজ করছে। আমির খান কখনোই এই সন্তানের বিষয় নিয়ে মুখ খোলেননি। লগন অভিনেতা সবটাকেই গুজব বলেই উড়িয়ে দিয়েছেন।
তাই বলিপাড়ায় রটে যাওয়া এই গুঞ্জন নিছকই গুজব না এর পিছনে কোনো সত্যতা রয়েছে তা নিয়ে আজও সন্দেহের মেঘ কাটেনি। তবে আমিরের সাথে জানের চেহারার সাদৃশ্য আছে তা উড়িয়ে দিতে পারেন না আমির ঘনিষ্ঠরাও!