গসিপ

খারাপ গ্রেড সমেত অভিষেকের রেজাল্ট ঠিক পৌঁছে যায় অমিতাভের হাতে! সিক্রেট ফাঁস করলেন অভিষেক বচ্চন

শৈশবে আমরা কম বেশি সবাই খারাপ ফল হলে পরীক্ষায় বাড়িতে লুকিয়ে রাখার চেষ্টাই করে থাকি। কারণ বাড়িতে জানতে পারলেই জুটবে বকুনি, মার ও জুটতে পারে! বড়ো বড়ো তারকারাও এর হাত থেকে রেহাই পাননি মোটেই। বাড়িতে এমন শাসনের মধ্যে দিয়ে যেতে হয়েছে খোদ অমিতাভের পুত্র অভিষেক বচ্চনকে। এবার এক সাক্ষাৎকারে নিজের রেজাল্ট লুকিয়ে রাখার কথা স্বীকার করে নিয়েছেন জুনিয়র বচ্চন! নিজের ছোটবেলার কথা তবে বেশ হাসতে হাসতেই মেনে নিয়েছেন তিনি।

আরও পড়ুন: মাত্র ২৮ বছর বয়সে নিজের স্বপ্নের গাড়ি কিনে স্বপ্ন পূরণ করলেন বিগ বস সিজন ১৫ এর বিজয়ী তেজস্বী প্রকাশ! কত কোটি টাকা দাম জানেন কি?

আসন্ন ছবি ‘ দশভি ‘ তে অভিষেক অভিনয় করতে চলেছেন এক দশম শ্রেণীর পরীক্ষা দিয়ে যাওয়া আসামি রূপে। অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছোটবেলার পরীক্ষার রেজাল্ট বেরোনোর একটি সিক্রেট ফাঁস করেছেন। যেখানে তিনি স্বীকার করে নিয়েছেন, ছোটবেলায় তাঁর মাঝে মাঝেই পরীক্ষার রেজাল্ট বেশ খারাপ হতো আর যার ফলস্বরূপ জুটত মা জয়া বচ্চন ও বাবা অমিতাভ বচ্চনের থেকে জোর বকুনি। তবে তিনি এও বলেছেন বকাঝকা করলেও পরে অবশ্য বাবা মা দুজনেই ঠান্ডা মাথায় মনে করিয়ে দিতেন যে তাঁরা বহু পরিশ্রম করে পড়ানোর খরচ যোগান তাই অভিষেকের উচিত পড়াশোনাতে মন দেওয়া। সময় নষ্ট না করে পড়াশোনা করা। তারপরেই তিনি নিজের এক অদ্ভুত কীর্তি ছোটবেলার প্রকাশ্যে এনেছেন।

ছোটবেলার সেই কীর্তি নিয়ে তিনি বলেছেন, একবার এইভাবেই রেজাল্ট খারাপ হওয়ার জন্য তিনি বাড়িতে লুকিয়ে রেখেছিলেন, রেজাল্ট বেরোনোর কথা, পাছে মা বাবা বকাঝকা করা। পরেরদিনই সুইৎজারল্যান্ড যাওয়ার প্রস্তুতি চলছিল। সেই কারণে অভিষেক আরও বেশি করে চেয়েছিলেন, বিদেশ যাওয়ার আগে কোনোভাবেই যাতে রেজাল্ট হাতে না পড়ে যায়। কিন্তু বেচারা অভিষেকের শেষ পর্যন্ত আর লুকিয়ে রাখা যায়নি। খারাপ গ্রেড সহ রেজাল্ট পড়ে যায় অমিতাভের হাতে। যেমন টা হওয়ার কথা ছিল রেজাল্ট হাতে পেয়েই মা বাবার থেকে জোটে জোর বকুনি। ছোট বেলার এই অভিজ্ঞতা অবশ্য বেশ মজার সাথে হাসতে হাসতে শেয়ার করেছেন অভিষেক।

আরও পড়ুন: একসঙ্গে ৩৫ টি ছবি সাইন করেও চোখেমুখে ছিলনা কোনো অহংকারের ছাপ! বিশ্বাস রেখেছিলেন নিজের অদৃষ্টের ওপর

নিজের প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক আরও জানিয়েছেন, তিনি কোনোদিনই বিরাট কোনো ভালো মানের ছাত্র ছিলেন, সবদিনই মাঝারি ধরনের পড়ুয়াদের মতোই ফল করতেন তিনি। পড়াশোনার থেকে তিনি অনেক বেশি পছন্দ করতেন খেলাধুলো করতে, তার সাথে সাথে নাটকে অভিনয় করতে। স্কুল জীবনে যে দারুন মজার সাথে সাথে দিন গুলো কেটেছে সেইকথাও স্বীকার করেছেন অভিনেতা। নতুন ছবির সম্পর্কে সাক্ষাৎকারে এভাবেই নিজের ছোটবেলাকে একবার রোমন্থন করে নিয়েছেন অভিষেক বচ্চন।

Related Articles

Back to top button