গসিপ

অভিষেকের মৃত্যুর দু’দিন আগেই তার সাথে কাজ করতে চাননি টলিউডের জনপ্রিয় এই নায়িকা, মৃত্যুর পর করেছেন কান্নাকাটি! বিস্ফোরক দাবি অভিষেক স্ত্রী সংযুক্তার!

অভিষেক চ্যাটার্জীর মারা গিয়েছেন অকালে। বাংলা চলচ্চিত্র জগতের সৃষ্টি হয়েছে এক বিরাট বড় শূন্যতা। তার মৃত্যুর পর এক এক করে তার অভিনীত সমস্ত ছবির ট্রেলার লঞ্চ হচ্ছে। এইদিন অভিষেক চ্যাটার্জী অভিনীত একটি ছবি ‘নিধন’ এর ট্রেলার লঞ্চ হয়েছে। ট্রেলার লঞ্চের দিন অভিষেকের স্ত্রী সংযুক্তা সেখানে উপস্থিত ছিলেন, শুধু তাই নয় অভিষেকের পোশাক পরে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। স্বামীর অকাল মৃত্যুর শোক সামলে আসতে আসতে নিজের কাজের জগতে ফিরেছেন সংযুক্তা।

আরও পড়ুন: স্বামী হারাধন বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন আগেই, এবার না ফেরার দেশে পাড়ি দিলেন হারাধন বন্দ‍্যোপাধ‍্যায়ের স্ত্রী পরিণীতা, কেকের মৃত্যুর দিন‌ মঙ্গলবারই প্রয়াত হন ‘জয় বাবা ফেলুনাথ’ ছবির জনপ্রিয় এই অভিনেত্রী

কী করে নিজেকে ভাবে সামলালেন তিনি, এই প্রশ্নের উত্তরে অভিষেকের স্ত্রী সংযুক্তা বললেন,“প্রথমত আমাকে শক্তি দিচ্ছে অভিষেক। বিশ্বাস করো, আমি ওকে ফিল করতে পারি ও প্রায়ই আমার স্বপ্নে আসে কথা বলে। কী কী করতে হবে সেটা বলে। বলে, অলোকা আমার ব্যাগটা খুলে দেখো। অলোকা এটা করো। যেদিন থেকেও গেছে আমি ওর‌ই জামা কাপড় পরে আছি, বাড়িতেও ওর জামাকাপড় পড়ে থাকি, বাইরে ও তাই। আজকে আমি ওর পছন্দের জামাটাই পরে এসেছি।”

অভিষেকের একটি ছবি হাতে ধরে সংযুক্তা কে ট্রেলার লঞ্চের দিন দেখা যায়। এই প্রসঙ্গে সংযুক্তা বলেন,“আমার কাছে থাকে অভিষেকের এই ছবিটা। অফিসে যখন যাই তখন‌ও থাকে। আমার মনে হয় অভি আমার সাথে বসে অফিসের কাজ করে। অভিষেক‌ই আমাকে শক্তি দেয় কারণ এই একটা হঠাৎ মৃত্যু সবে দু মাস হয়েছে, তার থেকে আজ যে আমি নিজেকে সামলে নিয়েছি তা অভিষেকের কারণেই। এছাড়া মেয়ের জন্য আমাকে নিজেকে সামলাতে হয়েছে তবে অভিষেক আমাকে শক্তি দিয়েছে নিজেকে সামলানোর।”

আরও পড়ুন: সাধারণ মানুষ কে মানুষ বলে ভাবেন না সালমান! ভক্তকে পাত্তা না দেওয়ার জন্য রীতিমতো তুলোধোনা করা হলো সালমান খানকে!

এছাড়া সংযুক্তা আরো বলেন, “আমাকে আমার ডাক্তারও বলেছে যে মেয়ে যদি তোমাকে কাঁদতে দেখে তাহলে কিন্তু ও ডিপ্রেশনে চলে যাবে, ওর ভালো থাকার জন্য আমি নিজেকে সামলেছি আর অভিষেকের ব্লেসিংসে এখন আমার মেয়েও খুব ভালো আছে। আমিও ভাল আছি।”

অভিষেক বেঁচে থাকাকালীন তার কোনো ছবি বা ট্রেলার লঞ্চ করেনি, তার মৃত্যুর পর তাঁর অভিনীত একটা এক একটি করে ছবি লঞ্চ করছে, এই প্রসঙ্গে সংযুক্তা বলেন,“ মানুষ যত কাল বেঁচে থাকে ততকাল সে কোন ভ্যালু পায়না, ওর মৃত্যুর পর দেখলাম হ্যাশট্যাগ দিয়ে সবাই অভিষেক লিখতে শুরু করেছেন। কিন্তু বেঁচে থাকতেও এই খ্যাতিটা পায়নি। অভিনয়টাই ওর প্রাণ ছিল, ও একজন ন্যাচারাল এক্টর ছিলো, অভিনয়টা ও নিজের সবটুকু দিয়ে করত। আমার একটাই আক্ষেপ আছে যে ও কেন এগুলো দেখে গেল না? দেখে গেলে তো ও আরো আনন্দ পেতো। ও বলতো, জানো তো আমার রাশিফলে লেখা আছে আমার জীবনের শেষে আমার খুব ভালো পরিচিতি হবে, কিন্তু আমি এমনটা কখনই চাইনি যে ও শেষ হয়ে যাওয়ার পরে এতটা পরিচিতি পাক। বেঁচে থাকতে ও কেন এটা পায়নি!”

অভিষেক চ্যাটার্জীর মৃত্যুর পর অনেকে অনেক কথা বলছেন কিন্তু মৃত্যুর আগে তারা কী করেছিলেন। এই প্রসঙ্গে সংযুক্তা বললেন, অভিষেকের মৃত্যুর দু’দিন আগের একটি ঘটনা বলি “একজন প্রোডিউসার অভিষেকের সাথে লিড হিসাবে একজন নায়িকাকে নিয়ে কাজ করাতে চেয়ে ছিলেন তো সেই নায়িকা প্রোডিউসারের ফোনটুকু পর্যন্ত তোলেননি। আমি তখন অভিষেকের পাশে বসে ছিলাম যখন সেই প্রোডিউসর অভিষেককে ফোন করে বলেছেন, হ্যাঁরে মিঠু তুই যে নাম্বারটা দিলি ফোন ধরছেনা কেন? অভিষেক বলেছিল কেন ফোন ধরবে অভিষেকের সাথে কি আর সিনেমায় কাজ করতে চাইবে? অনেক কষ্ট নিয়ে গেছে ও। কিন্তু সেই সেম মুখ এখন দেখছি অভিষেককে নিয়ে কান্নাকাটি করছে, অনেক কিছু বলছে।”

কে সেই নায়িকা তা সংযুক্তা স্পষ্ট করে না বললেও নেটিজেনরা এই ভিডিও দেখার পর অনুমান করছেন ইনি ঋতুপর্ণা সেনগুপ্ত ই হবেন।

Related Articles

Back to top button