গসিপ

“যদি কোনও মেয়ে কোনও ছেলেকে বলে যে আমি তোমার সঙ্গে সে;ক্স করতে চাই, তাহলে মেয়েটি দেহ ব্যবসা করছে” – বেফাঁস মন্তব্যে ফেঁসে গেলেন ‘শক্তিমান’ মুকেশ খান্না

মুকেশ খান্না, ৯০ এর দশকের এক উজ্জ্বল নাম। যাদের বেড়ে ওঠা ৯০ এর দশকে তাদের কাছে শক্তিমান রূপে হিরো তিনি। কিন্তু উল্টোপাল্টা মন্তব্যে সব সময়ই দু’পা এগিয়ে থাকেন অভিনেতা। মেয়েদের বিষয়ে সমাজের উচ্চ শ্রেণীর পেশায় নিযুক্ত অর্থাৎ অভিনয়ের জগতের সাথে নিযুক্ত এক অভিনেতার এমন মন্তব্য তোলপাড় করছে নেট দুনিয়া। তিনি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার ফ্যানেদের সামনে নিজের মন্তব্য রাখেন। তবে এবার একটি আলটপকা মন্তব্যের কারণে সমালোচিত হতে হলো অভিনেতাকে।

“ভীষ্ম ইন্টারন্যাশনাল” নামের নিজের ইউটিউব চ্যানেল থেকে “কয়ায়া আপকোভি এয়সি লড়কিয়া লুভাতি হ্যায়?’ অর্থাৎ আপনাদেরও কি এইরকম মেয়েরা প্রলুব্ধ করে? নামের একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেতা। সেখানেই অভিনেতাকে একটি লজিকহীন আলটপকা কথা বলতে শোনা যায়। ভিডিওতে অভিনেতা বলেন, “যদি কোনও মেয়ে কোনও ছেলেকে বলে যে আমি তোমার সঙ্গে সেক্স করতে চাই, তাহলে মেয়েটি দেহ ব্যবসা করছে। কারণ সভ্য সমাজের কোনও মেয়ে কখনও এমন নির্লজ্জ কথা মুখে আনতে পারে না। তাহলে যে যৌনকর্মী। আপনি এই ঘৃণ্য কাজের অংশীদার হবেন না। এদের এড়িয়ে চলুন”।

এই ভিডিও পোস্ট করার পরেই কমেন্ট সেকশনে মানুষ ক্ষোভ উগরে দিয়েছেন। নারী জাতি সম্পর্কে অভিনেতার বক্তব্য গোটা নারী জাতির কাছে অপমানের। একজন লেখেন, ‘সরি, শক্তিমান আপনি এটা ভুল বলছেন’। অপর একজন লেখেন, ‘শক্তি আর মান দুটোই যখন আপনার শরীর থেকে চলে যায়, তখন মানুষ এইধরণের ভুলভাল মন্তব্য করে’। কমেন্টে একটি মেয়েই লিখেছেন, ‘আর ছেলেরা সেক্স করতে চাইলে? তাঁদের কী বলা হবে? সেটাও একটা ভিডিয়ো করে বলুন’। কেউ কেউ তো সরাসরি লিখেছেন, ‘বয়স বাড়বার সঙ্গে সঙ্গে শক্তিমান উন্মাদ হয়ে গেছে’।

এছাড়াও মুকেশ খান্না বলেন তার কাছে হোয়াটসঅ্যাপে তার কাছে অনেক মেসেজ আসে যেখানে থাকে যৌনতার হাতছানি। এগুলো সমাজকে বিগড়ে দিচ্ছে। অভিনেতা আরো বলেন আগেকার দিনে মহিলাদের কাছে না বলার সুযোগ থাকতো কিন্তু এখন ছেলেরা না বলছে। প্রসঙ্গত এখন অভিনেতার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১১ লক্ষ ছাড়িয়েছে। এই চ্যানেলের মাধ্যমেই এর আগেও অনেক বার বেফাস কথা বলেছেন অভিনেতা। এর আগে “মি টু” আন্দোলন নিয়ে অভিনেতা বলেন, “যৌন নির্যাতন অথবা যে কোনও ধরণের নির্যাতনের শিকার মেয়েরা তখন হয়, যখন কাজের জন্য বাইরে যায়”। তখনো একইভাবে নারীজাতির অপমান করেছেন অভিনেতা। তবে তার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে মেয়েরাও ছেড়ে কথা বলেননি।

Related Articles

Back to top button