গসিপ

প্রকাশ্যে আত্ম;হত্যা করার চেষ্টার সত্যতা অকপটে স্বীকার করলেন মিঠাই খ্যাত অভিনেতা শৈবাল ভট্টাচার্য! মানসিক অবসাদ নয় শিকার ছিলেন নিজের ক্ষোভের।

বেশ কয়েক মাস ধরে টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে প্রায়শই শোনা যাচ্ছে আত্মহত্যার ঘটনা। ইতিমধ্যেই বহু অভিনেত্রী আত্মহত্যা করেছেন। এখানে নতুন সংযোজন হতে চলেছিলেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য। খবরটি প্রায় রাতারাতি ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমগুলিতে। জনপ্রিয় অভিনেতার এরূপ অবস্থা থেকে হতবাক হতে হয়েছিল দর্শকদের।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় অভিনেতার শৈবালের। যেখানে দেখা যাচ্ছে, মদ্যপ অবস্থায় তার সারা শরীর রক্তাক্ত। এই ভিডিওটির শেষে নিজের স্ত্রী ও শাশুড়ির কথা উল্লেখ করে কিছু বলতে যান অভিনেতা। কিন্তু কিছু বলার আগেই শেষ হয়ে যায় ভিডিওটি। যার কারনে যারা যায়নি ঠিক কি বলতে চাইছেন অভিনেতা। সভাপতি এ নিয়ে বেশ উদ্বেগ ছড়ায় যে অভিনেতার আত্মহত্যা করার ঠিক কি কারণ থাকতে পারে?

অবশেষে মুখ খুললেন অভিনেতা নিজেই। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি আগের থেকে বেশ অনেকটাই সুস্থ আছেন এখন। তবে আত্মহত্যা করার চেষ্টা তিনি করেননি। এমনকি তার কোন মানসিক অবসাদও নেই। তিনি অবসাদে কখনোই ছিলেন না আর এখনো নেই। অবসাদ বাদ দিলে যেটুকু মনের কষ্ট যন্ত্রনা চিন্তা তা কমবেশি সবার থাকে তেমনি তারও আছে।

তবে সেই দিনের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করার অভিনেতা জানান, মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হওয়ার চেষ্টা তিনি করেননি। যদি আত্মহত্যা করার হতো তাহলে এতো হাঙ্গামাই হতো না। অভিনেতা আরো বলেন একটা সময় তিনি মদ্যপান করতেন। কিন্তু তারপর সেসবের পাঠ চুকিয়ে দেন অভিনেতা নিজেই। কিন্তু সেই দিন অনেকদিন বাদে মদ্যপান করেন অভিনেতা।

তবে কি ভেতরে থাকা দুশ্চিন্তা রাগ থেকেই বিস্ফোরক এই অবস্থা? এই প্রশ্ন করতে অভিনেতা জানান, তার নিজের কসবা একটি ফ্ল্যাট আছে। যেটি তিনি মূলত বিক্রি করতে চান। কিন্তু তিনি পড়েছেন এক প্রতারকের পাল্লায়। ফ্ল্যাটটি বিক্রি করে দেবে এই কথা দিয়ে পাঁচ মাস ধরে ঘুরিয়ে যাচ্ছেন সেই লোকটি। আর অভিনেতার এখন ওই টাকাটির বেশ প্রয়োজন। শেষমেষ সেই দিন অভিনেতার রাগ বিস্ফোরণে পরিণত হয়। ব্যাংকে পড়ে রয়েছে ১০০ টি টাকা মাত্র। আর তারই মধ্যে এই সমস্ত প্রতারণা তিনি আর নিতে পারছিলেন না।

প্রতিবেশীদের জানানো ভুয়া তথ্যের বিরুদ্ধে কটাক্ষ করেন অভিনেতা নিজেই। এছাড়াও অভিনেতা কে তার হাতে কাজ আছে কিনা সেই বিষয়ে প্রশ্ন করাই অভিনেতা জানান, তা হাতে কাজ নেই এমনটা নয়। বরণ ফ্ল্যাটটি বিক্রি করার ঝুঁকি তুই একা সামলাতে পারবেন না বলেই তিনি কাজও ছেড়েছিলেন। এছাড়াও অভিনেতার শৈবাল ভট্টাচার্য জানান তার স্ত্রী তার সঙ্গে সব সময়ই আছেন।

Related Articles

Back to top button