গসিপ

মিঠাই সিরিয়ালের রাজীব ইন্ড্রস্ট্রিতে এসে খাবার নিয়েও অপমানিত হয়েছিলেন

জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের গল্প এমনই যে সেখানে অভিনেতা এবং অভিনেত্রীর পাশাপাশি পার্শ্বচরিত্রগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি মহিলা মিষ্টির কারিগরের জীবনের কথা এখানে বলা হলেও এটি একটি হাসিখুশি প্রাণোচ্ছল পরিবারের গল্প আর প্রাণবন্ত সেই পরিবারের একটি হাসিখুশি চরিত্র হলো রাজীব। মিঠাইয়ের ননদাই সে, হল্লা পার্টির সদস্য ও মিঠাইয়ের একজন হিতাকাঙ্খী। উচ্ছ্বল ও সাবলীল অভিনয়ের জন্য তিনি বাঙালির ঘরের ছেলে হয়ে উঠেছেন। মিঠাই ধারাবাহিকে নন্দার স্বামীর চরিত্রে তার অভিনয় অনবদ্য। ধারাবাহিকে রাজীবের চরিত্রটিকে এতটাই আমোদ প্রিয় একজন ভালো মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে যে এই মানুষটিকে ছাড়া মিঠাই ধারাবাহিকের কথা ভাবাই যায় না, জামাই হয়েও সে মোদক পরিবারের‌ই একজন। কিন্তু ধারাবাহিকের এই রাজীব চরিত্রটিতে প্রাণ প্রতিষ্ঠা করেছে যে, সেই অভিনেতা সৌরভ চ্যাটার্জী কর্মজীবনের শুরুতে অনেক উত্থান-পতনের সম্মুখীন হয়েছেন।

আরও পড়ুন: মা হলেন বলিউডের অভিনেত্রী কাজল আগারওয়াল

বর্তমানে টলিপাড়ার পরিচিত মুখ সৌরভ চ্যাটার্জী, বড় পর্দার পাশাপাশি একাধিক ওয়েব সিরিজেও সমানতালে কাজ করে চলেছেন তিনি। সম্প্রতি এই মানুষটি তার কর্মজীবনের প্রথম দিকের সংগ্রামের কথা তুলে ধরলেন সংবাদমাধ্যমের সামনে।সৌরভ জানান যে অভিনয়কে ভালোবেসেই নিশ্চিত সরকারি চাকরি ছেড়ে থিয়েটারের দলে যোগ দিয়েছিলেন তিনি। এই নিয়ে তার মায়ের মনে বেশ আক্ষেপ ছিল। এরপর অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় প্রথম ধারাবাহিকে সুযোগ পান অভিনেতা। সেখানে শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে টলিউডের একাধিক বিখ্যাত অভিনেতাদের পাশে দাঁড়িয়ে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও জীবনে দ্বিতীয় ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে অপমানিত হতে হয়েছিলো তাকে।

নতুন আর্টিস্ট বলে সেই ধারাবাহিকের নির্মাতারা তাকে মুখের ওপরে খাবার নিয়ে অপমান করেছিলেন। তাকে বলা হয়েছিল যে তার ঘরে খাবার দেওয়া হবে না, তাকে ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে আসতে হবে। এই সময় তিনি ভীষণভাবে অপমানিত বোধ করেছিলেন। এইসব কথা শুনে তখন তার এমন মনে হতো যে একজন অভিনেতা হিসেবে তাঁর প্রাপ্য সম্মানটুকু থেকে তিনি বঞ্চিত হচ্ছেন তবে বর্তমানে নিজের কাজ নিয়ে তিনি খুশি, মানুষ তাকে চিনেছেন এবং তার কাজকে ভালোবেসেছেন এতেই তিনি আনন্দিত। ছোট থেকে কোনদিন‌ই আর পাঁচজনের মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় অফিসার হতে চাননি সৌরভ, অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল তার মনের মধ্যে আর আজ তিনি একজন সফল অভিনেতা।

আরও পড়ুন: বাঙালির প্রিয় আলু মাখা পান্তা ভাত বিরাট পত্নী অনুষ্কার‌ও পছন্দের খাবার

Related Articles

Back to top button