গসিপ

এবার কি তবে বিয়ের পিঁড়িতে অভিনেতা সৌরভ দাস! পাত্রী সম্পর্কে কি বললেন তিনি সংবাদমাধ্যমের সামনে

বিয়ে, সম্পর্ক, বিচ্ছেদ এই টানাপোড়েন যেনো বিগত বেশ কয়েক বছর লেগেই আছে টলিপাড়ায়। টলি অভিনেতা অভিনেত্রী সৌরভ দাস এবং অনিন্দিতা বসু বেশ ভালোই চুটিয়ে প্রেম করছিলেন। তারপরই হঠাৎ যেনো ছন্দপতন হলো। বিচ্ছেদ! অভিনেত্রী অনিন্দিতা বসুর প্রাক্তন স্বামী গৌরব চট্টোপাধ্যায়ের সাথে বিয়েটা টেকেনি তারপরে বিয়ে থেকে বেরিয়ে আসেন। তারপরেই সৌরভের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বেশ ভালই কাটাচ্ছিলেন। তারপরেই বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। গত বছর দুজনের আলাদা হয়ে যাওয়ার খবর সামনে আসে। জনপ্রিয় জুটির এইভাবে আলাদা হয়ে যাওয়াটা প্রথমে ভক্তরা মেনে নিতে না পারলেও, পরে অবশ্য সবটা পরিষ্কার হয়।

আরও পড়ুন: “ক্রিকেটার থেকে শুরু করে ‘দাদাগিরি’র সঞ্চালক, সবেতেই সৌরভ এক নম্বর”- সৌরভকে নিয়ে অকপট ডোনা গাঙ্গুলি

অভিনেত্রী বর্তমানে নিজের কাজের সুত্রে রয়েছেন মুম্বাইতে। তবে এদিকে অভিনেতার জীবনে নতুন কারোর প্রবেশের খবরই সামনে এসেছে। তবে এবার আর প্রেম গুঞ্জন নয় একেবারে পাকাপাকি ভাবে সাত পাঁকে বাঁধা পড়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিয়ের সানাই বাজলো বলে। আনন্দবাজার অনলাইনের সাথে এক সাক্ষাৎকারে এই বিষয়ে জানিয়েছেন অভিনেতা নিজেই। তবে বিয়ে নিয়ে প্রচুর ফ্যান্টাসি রয়েছে অভিনেতার। একেবারে বলিউডের অনুকরণে সাত সমুদ্র তের নদীর পারে নিজের বিয়ের আয়োজন করতে চেয়েছেন অভিনেতা।

বিয়ের আসরে তিনি সাদা কাপড়ে ঢাকা ছাঁদনাতলা করতে চেয়েছেন। বিদেশের মাটিতে হলেও সমস্ত হিন্দু রীতি নীতি মেনেই বিয়ের পিঁড়িতে বসতে চান অভিনেতা। তবে বিয়ে বাইরে হলেও তিনি কলকাতায় ফিরে সবার জন্য পার্টির ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত পাত্রীর নামই জানা যায়নি অভিনেতার দিকে সেক্ষেত্রে মায়ের নির্দেশকেই পালন করছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, তাঁর মা বলেছেন বিয়ের আগে এতো বেশি সবার কাছে এইসব নিয়ে না বলতে। আপাতত তাই এই বিষয়টা সিক্রেট থাকছে। পাত্রী যে বিয়ে করতে রাজি এবং আগামী এক দু বছরের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এইকথা তিনি স্পষ্ট করে দিয়েছেন।

আরও পড়ুন: মাত্র বারো দিনের পুত্র সন্তানকে ছেড়ে কাজে ফিরতে অনেক কেঁদেছেন ভারতী! পাপারাৎজিদের সামনে জানালেন সেকথা

সৌরভ ও অনিন্দিতা একসাথে বাড়িও কিনেছিলেন। সমস্ত কিছু স্বাভাবিক চললেও হঠাৎই তাদের মাঝে তৃতীয় ব্যক্তির গুঞ্জন শোনা গিয়েছিল। তৃতীয় ব্যক্তি হিসেবে মধুমিতা সরকারের নাম জড়িয়েছিল। তবে পরে আবার মধুমিতা সৌরভের একসাথে ঘোরার কিছু ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় কিন্তু অভিনেতা বা অভিনেত্রী কেউই এই বিষয় নিয়ে মুখ খোলেননি।

Related Articles

Back to top button