গসিপ

“প্রতিটা জন্মদিন রঙিন হোক একই ভাবে, এই ভাবে। বন্ধুত্বের একটাই মানে হোক” – বিচ্ছেদের গুঞ্জনের মাঝেও দেবলীনাকে জন্মদিনের মিষ্টি শুভেচ্ছায় ভরালেন তথাগত

বাংলা ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে প্রায়শই এখন বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তার মধ্যে কিছু রটনা আবার সর্বৈব মিথ্যে আবার কোনো কোনো ক্ষেত্রে সত্যিও প্রমাণিত হচ্ছে। তবে এক্ষেত্রে বিচ্ছেদের গুঞ্জন বহুদিন থেকে শোনা গিয়েছিল। যদিও টলি এই জুটি বরাবর নিজেদের মধ্যে বন্ধুত্বের একটা দৃড় সম্পর্কের কথাই স্বীকার করে এসেছেন প্রকাশ্যে। স্বামী স্ত্রী বিচ্ছেদের প্রসঙ্গে যত গুজব রটেছে কোনো কিছুতেই এই জুটি কোনো মুখ খোলেননি সামনাসামনি। তবে স্বামী স্ত্রীর সম্পর্কের সমীকরণ যাই হোক না কেনো তাঁদের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক বহাল তবিয়তে আজও অমলীন সেই বার্তাই দিলেন যেনো অভিনেতা তথাগত চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: নাইটি পরে মেলায় গিয়ে ছেলেধরা হয়ে গেলেন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং স্যান্ডি সাহা! মেলায় কি কাণ্ড ঘটালেন তিনি

স্ত্রী দেবলীনার সাথে সম্পর্ক বিচ্ছেদের মাঝেও তাঁর জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানাতে একেবারেই ভুলে যাননি অভিনেতা। এই এই আদুরে মাখা মিষ্টি বার্তা দিয়েই প্রমাণ করেছেন দুজনের সম্পর্ক এখনও বেশ বন্ধুত্বের পর্যায়ে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় একেবারে সবার সামনে প্রাক্তন স্ত্রীর জন্য মিষ্টি করে লিখে পোস্ট করেছেন অভিনেতা তথাগত। আর এই পোষ্ট নিয়েই আবার নতুন করে সম্পর্কের সমীকরণ নিয়ে নানা কথা শোনা যাচ্ছে নেট দুনিয়ায়। অনেকের মনেই প্রশ্ন জেগেছে তাহলে কি জুটি এখনও একই রকম রয়েছেন নাকি এই বার্তা কেবলই বন্ধুত্বের খাতিরে কোনটা?

অভিনেতা তথাগত চট্টোপাধ্যায় , দেবলীনার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন,” জন্মদিনে শুধুই ভালো থাকা থাকুক। নতুন নতুন দেশ পাড়ি জারি থাকুক। বাঁচার মানে থাকুক অনর্গল। প্রতিটা জন্মদিন রঙিন হোক একই ভাবে, এই ভাবে। বন্ধুত্বের একটাই মানে হোক।” জুটির বিচ্ছেদের পেছনে যে তৃতীয় ব্যক্তির নাম জড়িয়েছিল সেই অভিনেত্রী বিবৃতি চাটার্জী এই পোস্টে তিনিও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। তিনি লিখেছেন, প্রতিদিন যেনো শুভ হয়। সম্পর্কের টানাপোড়েন নিয়ে অভিনেত্রী বিবৃতি একবার জানিয়েছিলেন তিনি এখনও তাঁর পূর্বের সম্পর্ক থেকে বেরোতে পারেননি যদিও গুঞ্জন বলছিল নতুন সম্পর্কই নাকি ভাঙনের মূল কারণ।

আরও পড়ুন: রানী মুখার্জী – অভিষেক বচ্চনের বিয়ে ঠিক হয়েও ভেস্তে যায়! নেপথ্যে ছিলেন অভিষেকের মা জয়া বচ্চন!

বিবৃতি চাটার্জীর সাথে জড়িয়ে পড়া নিয়ে একসময় অন্দরে বহু জলঘোলা হয়েছিল। যদিও সেইসময় তিনজনেই পরস্পরকে কটাক্ষ করে কিছু মন্তব্য করেছিলেন। তবে তথাগতর এই পোস্ট অন্য বার্তা দিচ্ছে অনুরাগীদের সামনে। দুজনের মধ্যে যে বন্ধুত্ব আজও অটুট তাই যেনো প্রমাণিত হচ্ছে।

Related Articles

Back to top button