গসিপ

এবার কি তবে রাজনীতির জগতে উত্তম কুমারের নাতবউ দেবলীনা কুমারকে দেখা যাবে? কি জানালেন তিনি

উত্তম কুমারের নাতবউ দেবলীনা কুমারকে নিয়ে এবার রাজনীতিতে প্রবেশের জল্পনা ছড়ালো। তবে দেবলীনা কুমারের একাধিক পরিচয় রয়েছে মানুষের কাছে। তিনি একদিকে তৃণমূলের বিধায়ক দেবাশীষ কুমারের মেয়ে অন্যদিকে তিনি আবার বিয়ে হয়ে গিয়েছে মহানায়ক উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জির সাথে। বাবার বাড়ির সূত্রে দেবলীনার কাছে রাজনৈতিক আলোচনা মোটেই নতুন কোনো বিষয় নয়। তিনি ছোটবেলা থেকেই বাড়িতে বাবাকে সক্রিয় রাজনীতির সাথে যুক্ত থাকতে দেখেই বড়ো হয়েছেন। বাবা দেবাশীষ কুমার দীর্ঘদিন যাবত রাসবিহারীর তৃণমূল বিধায়ক পদে রয়েছেন। ফলে ভোট প্রচারে বাবার সাথে অনেক সময়েই মেয়ে দেবলীনাকে দেখা গিয়েছে।

আরও পড়ুন: ছোট ইউভানের প্রথম স্কুলে যাওয়ার দিন! মা শুভশ্রী গাঙ্গুলি ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন সেই ছবি

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র মঙ্গলবার ছিল উপনির্বাচন। তাই প্রতিবারের মতো এবারেও ভোট দেওয়ার জন্য বাবা দেবাশীষ কুমারের সাথে মেয়ে বেরিয়ে পড়েছিলেন। তবে ভোট দেওয়ার পর বেরিয়ে দেবলীনা কুমার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, তিনি সক্রিয় রাজনীতিতে যোগদান করতে চান তবে তিনি একদম এই মুহূর্তে নিজেকে রাজনীতিতে জড়িয়ে ফেলতে চাননা। একাধিকবার তাঁর কাছে সুযোগ আসলেও তিনি এই মুহূর্তে রাজনীতিতে অংশগ্রহণ করতে রাজি হননি।

এই সম্পর্কে দেবলীনা কুমার জানিয়েছেন, আগের বছর পুর নির্বাচনের সময় ভোটে প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য প্রস্তাব আসলেও তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। অভিনেত্রী জানিয়েছেন, রাজনীতিতে প্রবেশের জন্য যে সময় দরকার সেই সময় বর্তমানে তাঁর কাছে নেই তাই তিনি এই সময়ে রাজনীতিতে প্রবেশের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন স্বইচ্ছায়। একের পর এক অভিনয় তিনি খুব ব্যস্ত হয়ে পড়েছেন বর্তমানে। তাই রাজনীতিতে প্রবেশ করলে তিনি কাজের ক্ষেত্রে সময় বের করতে পারবেন না এই আশঙ্কা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: “সত্যজিৎ রায়ের প্রভাব থাকুক আমার উপরে, মনেপ্রাণে আমিও চাই”- ‘অপরাজিত’ -র পোস্টার মুক্তিতে বাকি আর মাত্র একটা দিন

রাজনীতিতে তিনি একেবারে বাবার মত মন দিয়ে কাজ করতে চান। তাই তিনি এই মুহূর্তে দু দিক বজায় রেখে প্রবেশের ক্ষেত্রে বিরোধী। বাবা দেবাশীষ কুমার মেয়ের এমন সিদ্ধান্তকে সায় দিয়েছেন। টলিউডের ক্ষেত্রে অভিনেত্রী একের পর এক ছবিতে কাজের সুযোগ পাচ্ছেন। আবার কাঞ্চনজঙ্ঘা ছবিতে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন, আবার সামনে আসন্ন ছবি জোকার এর ক্ষেত্রেও তাঁকে দেখা যাবে। এছাড়াও স্বামী গৌরব চ্যাটার্জির সাথেও তিনি একটি ছবিতে জুটি বাঁধতে চলেছেন। তাই আপাতত অভিনয়ের দিকেই মন দিয়ে কাজ করতে চান অভিনেত্রী দেবলীনা কুমার।

Related Articles

Back to top button