শাঁখা-সিঁদুর মঙ্গলসূত্র পরে পটল কুমারের হিয়া!‘এই বয়সে কি পাকামো হচ্ছে’ তুমুল সমালোচনা নেটাগরিকদের!

মানুষ যখন তার বয়স অনুপাতে কোন কিছু করে তখন সেটা নিয়ে খুব একটা কেউ প্রতিবাদ করেন না, কিন্তু মানুষ যখন তার বয়সের সাথে মানানসই নয় এমন কিছু করে বসেন তখন তা নিয়ে একটু সমালোচনা হয়। অনেকেই বলেন যে বয়সের কাজ বয়সে মানায়, কিন্তু আবার এটাও ভেবে দেখবার বিষয় যে, বয়স অনুযায়ী কাজটা সব সময় করা যায় না আর মানুষটি যদি রুপোলি পর্দার সাথে জড়িত হয় তাহলে তো আর সম্ভব হবে না, তার কারণ রুপোলি পর্দা তে অনেক সময় দেখা যায় যে, অনেক ছোট বয়সের অভিনেত্রীও অনেক বড় চরিত্রে অভিনয় করছেন। যার বয়স খুবই অল্প সে হয়তো শাশুড়ি মায়ের চরিত্রে অভিনয় করছেন। ঠিক এমনটাই ঘটলো শিশু শিল্পী হিয়া দের ক্ষেত্রে।
জনপ্রিয় শিশু শিল্পীরা হিয়া দে কে সকলেই চেনেন। রুপোলি পর্দার জগতের খুব চেনা মুখ তিনি। স্টার জলসার পটল কুমার গানওয়ালা তে তিনি পটলের চরিত্রে অভিনয় করেছিলেন। যে আসলে মেয়ে হয়েও একটি ছেলে সেজে তার হারানো বাবাকে খুঁজতে শহরে উপস্থিত হয়। এই চরিত্রে তার অভিনয় নেটাগরিকদের মুগ্ধ করে দিয়েছিলো। এরপর হিয়া স্টার জলসার অপর জনপ্রিয় ধারাবাহিক ফেলনা তে অভিনয় করেন । এছাড়াও বিভিন্ন সময় নানান রকম ছোট-বড় প্রজেক্টে কাজ করেছেন হিয়া।
বিভিন্ন সময় নানান রকম ছোট বড় কাজ করার পাশাপাশি হিয়া সোশ্যাল মিডিয়াতে ভীষণরকম সক্রিয়। বিভিন্ন সময় তার অনুরাগীদের সাথে নানান রকম মুহূর্ত ভাগ করে নেন তিনি। বিভিন্ন সময় নানান রকমের রিল ভিডিও করেন তিনি। সম্প্রতি এইবার নতুন একটি ফটো পোস্ট করেছেন অভিনেত্রী যা নিয়ে তাকে নেটাগরিকদের কটাক্ষ সহ্য করতে হয়েছে। সম্প্রতি যে ফটোটি পোস্ট করেছেন হিয়া তাতে দেখা যাচ্ছে যে, রানি কালারের একটি সুন্দর শাড়ি পরেছেন অভিনেত্রী, তার সাথে সিঁথিতে দিয়েছেন সিঁদুর, গলায় মঙ্গলসূত্র ও হাতে পরেছেন শাঁখা। খুব সুন্দর লাগছে দেখতে অভিনেত্রীকে। ছবিটি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন যে, একটি ফটোশুটের জন্য তাকে এভাবে সাজতে হয়েছে। তবে এমনটা বলার পরেও সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
নেটিজেনদের একটি বড় অংশ কমেন্ট করে বলেছেন যে, তার বয়স অনুপাতে এই সাজ তার উপযোগী নয়। অভিনেত্রীর অনুরাগীরা অবশ্য জানিয়েছেন যে, এই সাজে অভিনেত্রীকে দারুন লাগছে।