জীবনের এই না পাওয়ায় টলি ও বলি নায়িকা মিলেমিশে একাকার, জাহ্নবী ও রুক্মিণীর দুজনেই একই কষ্টের কথা চোখের জলে স্বীকার করে নিয়েছেন

একেবারে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত একজন সন্তানের জীবনে যাঁদের ভূমিকা থাকে তাঁরা হলেন মা বাবা। জীবনের প্রতিটা ধাপে যাঁদের একমাত্র চেষ্টায়, অনুপ্রেরণায় সহজেই একজন সন্তান জীবনের সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে পারে সামনের দিকে। যে কারণে সন্তানের সাফল্যে সর্বাধিক খুশি হতে দেখা যায় মা বাবা দের। সন্তান বড়ো হওয়ার পর থেকে তাঁরা অপেক্ষায় থাকে সন্তানের এই সাফল্যের মুহূর্ত কবে উপস্থিত হবে সেই মুহূর্তে তাঁদের কাছে সর্বাধিক প্রাপ্তি ঘটে যায়। তবে সবক্ষেত্রে হয়তো সন্তানকে ছোট থেকে মানুষ করে তোলার পরেও কোনো কারণে সন্তানের সাফল্যের আনন্দের ভাগীদার হতে পারেন না মা বাবারা , আর সেই আক্ষেপ চিরকাল থেকে যায় সন্তানদের মনের মধ্যে। জীবনের প্রতিটা ধাপেই মা বাবার আশীর্বাদ হয়তো থাকে সন্তানদের সাথে কিন্তু তাঁদের শারীরিক উপস্থিতি আরও বেশি আনন্দের করে তোলে সেই মুহূর্তকে।
আরও পড়ুন: স্ত্রীকে হারিয়ে নিঃসঙ্গতা ও একাকিত্বে ভুগছেন পরিচালক প্রভাত রায়, জানালেন তার জীবনের শূন্যতার কথা
আক্ষেপের সুর এবার শোনা গেলো বাংলার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রর গলায়। আসন্ন ছবি কিশমিশ এর সম্পূর্ণ টিম সহযোগে হাজির হয়েছিলেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নং ওয়ানের মঞ্চে। সেখানেই শো এর সঞ্চালিকা রচনা ব্যানার্জী যখন গল্প করতে করতে জানতে চেয়ে বসেন , রুক্মিণীর এই অভিনয় জীবনে প্রবেশ করার দিন গুলো ঠিক কেমন ছিল? ঠিক সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন , যেহেতু তাঁর পরিবারের থেকে পূর্বে কেউ অভিনয় জগতে আসেনি তাই বরাবর তাঁর কাছে প্রথম প্রায়োরিটি হিসেবে ছিল পড়াশোনা যদিও সেই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন তাঁর মা বাবা কখনও জোর করেননি। পড়াশোনা বজায় রেখে সমস্ত কিছু করার অনুমতি ছিল না বাবার পক্ষ থেকে।
অভিনেত্রী আরও জানিয়েছেন, মাত্র ১৭ বছর বয়স থেকেই তাঁর অভিনয় জগতে প্রবেশ। সাথে সাথে পড়াশোনা একই ভাবে চালিয়ে গিয়েছেন তিনি। প্রথম দেবের হাত ধরেই রুক্মিণীর অভিনয় জগতে প্রবেশ। যদিও প্রথম যখন দেব রুক্মিণীর বাবার সাথে দেখা করতে গিয়েছিলেন, অভিনেত্রীর বাবা দেবকে চিনতে পারেননি কারণ তিনি দীর্ঘ ১৫ বছর ধরে কোনো ছবি দেখেননি। তারপর তিনি কথা দিয়েছিলেন ছবির প্রিমিয়ারে যাবেন না তিনি। তবে ছবি মুক্তি পাওয়ার পর অবশ্যই দেখবেন । তারপরেই অভিনেত্রী মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখ মুছতে দেখা যায় তাঁকে। তারপর জানান, যে বাবার সেই স্বপ্ন আর পূরণ হয়নি, ছবি মুক্তির ১১ দিন আগেই প্রয়াত হয়েছিলেন অভিনেত্রীর বাবা।
বলি অভিনেত্রী জাহ্নবীর কাছ থেকেও একই গল্প শোনা গিয়েছিল। ধড়ক ছবির শুটিং জন্য তিনি তৈরি হচ্ছিলেন যেখানে তাঁর মা শ্রীদেবী মেয়ের ছবির জন্য খুব আগ্রহী ছিলেন। কিন্তু ছবি মুক্তির আগেই তিনি চলে যান পৃথিবী ছেড়ে। মেয়ের প্রথম ছবি অদেখা থেকে যায় যে আক্ষেপ জাহ্নবী বারবার করেছেন।