কিয়ারা আডবাণীর থেকেও সুন্দর কাজল কন্যা নায়সা কি তবে এবার ডেবিউ করতে চলেছেন বলিউডে! মেয়ে নায়সার অভিনয় জগতে পদার্পণ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কাজল

বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা অভিনেত্রী হলেন অজয় দেবগন এবং কাজল। এই দুজনকে চেনেন না এরকম দর্শক হয়তো নেই বললেই চলে। এমন দুইটা ট্যালেন্টেড মানুষের কন্যা নায়সা দেবগন। সেলেব কিড হওয়ার সূত্রে মাঝেমধ্যেই ক্যামেরায় দেখা যায় তাকে। কখনো পরিবারের সাথে তো কখনো বন্ধু-বান্ধবের সাথে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে নায়স কি বলিউডে পা রাখবেন না? এবার এ বিষয়ে মুখ খুললেন তার মা কাজল।
অজয় ও কাজলকে বহুবার এ বিষয়ে প্রশ্ন করা হয়। কিন্তু কখনোই তারা এ বিষয়ে কিছু বলতে চাননি সাংবাদিকের সামনে। তবে এবার মুখ খুললেন নায়সার মা কাজল। অভিনেত্রী বললেন, “নায়সা ও যুগের উচিত এমন কেরিয়ার বেছে নেওয়া যা তাদের ভালো রাখতে পারবে। তাদের সব ধরণের সুখ দিতে পারবে। আর আমরা কোনোদিন তাদের ক্যারিয়ার নিয়ে চাপ সৃষ্টি করতে চাই না। যে পথকেই সে তার ক্যারিয়ার হিসাবে বেছে নেবে আমাদের পূর্ণ সহযোগিতা সবসময় থাকবে”।
১৯ বছর বয়সী এই তারকা কন্যা, ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখনই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এ প্রচুর ফলোয়ার্স। অজয় দেবগনের বাবা বিরু দেবগন ছিলেন একজন পরিচালক, প্রযোজক এবং বিখ্যাত ফাইট মাস্টার। আবার অন্যদিকে কাজলের মা তনুজা স্বর্ণযুগের অভিনেত্রী। তনুজার দিদি নূতন বলিউডের এক বর্ষিয়ান অভিনেত্রী। অর্থাৎ পারিবারিক ইতিহাস দেখলেই বোঝা যায় অভিনয় এদের রক্তে। এবার শুধু দেখার পালা যে নায়সা ক্যারিয়ার হিসেবে কাকে বেছে নেন? অভিনয় নাকি অন্য কিছু!
View this post on Instagram