১০০ কোটি টাকার মালিক হয়েও করিশ্মার কপালে নেই সুখ! ঠকিয়েছে অজয়-অভিষেক, বিয়ে করেও মেলেনি সুখ! ঝড়ে তছনছ সুন্দরী করিশ্মার ব্যক্তিগত জীবন

আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুরের শুভ জন্মদিন। দেখতে দেখতে অনেকটাই সময় পেরিয়ে গেল। আজ তিনি ৪৭ বছর বয়সে পা রাখলেন। বয়স বাড়লেও যৌবন কিন্তু এখনো যায়নি। ঠিক একই রকম সুন্দরী রয়েছেন অভিনেত্রী। তার রুপের ঝলকে অনেকেই এখনো পাগল।q আজ অভিনেত্রী জন্মদিনেই অভিনেত্রী জীবনের কিছু কথা উঠে এলো যা আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজ।
গোটা নব্বই দশক বলিউড ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন অভিনেত্রী। একাধিক ছবিতে অভিনয় করেছেন দর্শকের মন জয় করে নিয়েছেন। তার ঝুলিতে একাধিক সুপারহিট ছবি রয়েছে। শাহরুখ খান, গোবিন্দ, সালমান খান, আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন চুটিয়ে। অভিনয় করার সময় তার রূপের জাদুতে মাতোয়ারা হয়েছিল একাধিক অভিনেতা। এমনকি অভিনেত্রী নিজেও একাধিক অভিনেতা কে মন দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কারো সাথেই সম্পর্ক টেকেনি। পরে বিয়ে করেন অভিনেত্রী কিন্তু সেই বিয়েও সুখের হয়নি বেশিদিন।
সেই সময়কার একাধিক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল করিশ্মার। অজয় দেবগনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন একসময়। কিন্তু পরে তিনি জানতে পারেন অজয় দেবগন তার পাশাপাশি রবীনা ট্যান্ডন এর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাই তিনি এত বড় আঘাত পেয়ে নিজেই এই সম্পর্ক থেকে সরে আসেন। এরপর শোনা যায় অভিষেক বচ্চনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার। এমনকি টানা ৫ বছর তারা প্রেম করেছেন। এরপর বাগদানের কথা ও নাকি এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে বিশেষ কোনো কারণেই তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর পরিচালক ডেভিড ধাওয়ান, সালমান খান সকলের সঙ্গেই সম্পর্কে ছিলেন অভিনেত্রী। কিন্তু অবশেষে কোনো সম্পর্কই টেকেনি। তারপর ২০০৩ সালের নিজের বাল্যকালের বন্ধু সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ১৩ বছর সংসার করার পর অবশেষে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।
পরবর্তীকালে সংবাদমাধ্যমে অভিনেত্রী জানিয়েছিলেন যে সঞ্জয় কাপুর নাকি তার ওপর শারীরিক অত্যাচার করত। তাকে মারধর করত, এমনকি নিজের বন্ধুদের কাছে করিশ্মা কাপুরের দাম নিয়ে কথা বলতো। এই সমস্ত অত্যাচার সহ্য করতে না পেরে করিশ্মা কাপুর বাধ্য হয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে আবার নাকি অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এই সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন পরিস্থিতির উপর নির্ভর করছে। সুতরাং বোঝাই যাচ্ছে পুরোপুরি না বলছেন না তিনি।