নিজের ভুলের জন্য শুটিংয়ে সকলের সামনে নাক কান মুলতে হয়েছিল অভিনেত্রী সুপারস্টার কোয়েল মল্লিক কে, সামনে আসল ঘটনা

সিনেমা সিরিয়ালের শুটিং করতে গিয়ে যে কতরকম মজার এবং অবাক করা ভিডিও আমরা দেখতে পাই তার ঠিক নেই। অনেক সময়তেই এই সমস্ত BTS মুহূর্ত আমাদের সামনে আসে। সম্প্রতি সেরকমই একটি মুহূর্তের গল্প সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সালটা ছিল ২০০৮ সেই সময় অভিনেত্রী রুপোলি পর্দায় বেশ ভালো নাম জোশ খ্যাতি অর্জন করে নিয়েছে। দেবের সঙ্গে তার প্রথম ছবি মন মানে না এর শুটিং চলছিল। বাসে উঠে নায়ক নায়িকার এক দৃশ্যের কথাই তুলে ধরলেন অভিনেত্রী।
‘একটা দৃশ্য ছিল যেখানে দেব বাসে উঠে ঝগড়া করছে সিট নিয়ে। আর আমি চুপি চুপি পেছন দিক থেকে বাসে উঠে দেবের সিটেই বসছি। বাইরে থেকে আমি কিছুই শুনতে পাচ্ছি না যে বাসের ভিতর কি কথা চলছে। আমি খুব মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করছি। শেষমেষ বাসে উঠে বসেও পড়লাম। কিন্তু তার পরেই গন্ডোগোল। বাসে উঠেই আমি অন্যমনস্ক হয়ে পড়লাম হঠাৎ। বিভোর হয়ে বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে। একটা খুব লম্বা সিকোয়েন্স শ্যুট চলছে তখন। আমায় পরিচালক বার বার ডাকছেন, কিন্তু আমার কোনও হুঁশই নেই। হাততালি, চিৎকার সব ব্যর্থ। আমি তখন কিউই ভুলে গিয়েছি। শেষমেশ হঠাৎ হুঁশ ফিরল আমার, তখন সংলাপ বললাম। পরিচালক বললেন, আর একটু হলেই নষ্ট হত শটটা।’
‘আমি তারপর থেকে নাক কান মলেছিলাম। প্রকৃতিপ্রেম ঠিক আছে কিন্তু শ্যুটিংও তো আমার প্রেম। সেখানে মন না দিয়ে প্রকৃতি প্রেমে ডুবে যাওয়া নেহাত ছোট বিষয় নয়।’ এরকমই নিজের বিভিন্ন মজার মুহূর্তের কথা জানান কোয়েল। অভিনেত্রী ৮-৮০ সকলেরই ভীষণ প্রিয়। হয়তো তিনি বর্তমানে টলিউডের একমাত্র অভিনেত্রী যাকে নিয়ে কোনো সমালোচনা হয়না।
View this post on Instagram