‘আমি সৌভাগ্যবতী বলে তোমাকে পেয়েছি’, বড়োলোক প্রযোজক স্বামীর সাথে দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করে লিখলেন অভিনেত্রী, দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন দক্ষিনী জনপ্রিয় অভিনেত্রী মহালক্ষী

দক্ষিণের সিনেমার এক বড় প্রযোজক হলেন রবীন্দ্রর চন্দ্রশেখরন। আর সেই ইন্ডাস্ট্রির আরো একজন বড় অভিনেত্রী হলেন ভি জে মহালক্ষ্মী। সম্প্রতি এই প্রযোজক এবং অভিনেত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ধুমধাম করে নিজেদের বিয়ের অনুষ্ঠান সারলেন দুই সেলিব্রেটি। ইন্ডাস্ট্রির মধ্যে প্রযোজকের সাথে অভিনেত্রী অথবা পরিচালকের সাথে অভিনেত্রী অথবা নায়কের সাথে নায়িকার বিয়ে এই বিষয়টি হরদম হয়েই থাকে। এক্ষেত্রেও এ বিষয়টি একদমই নতুন নয়। বাংলা, হিন্দি, মারাঠি, তামিল এবং তেলেগু সব ভাষাতেই এই ঘটনা নতুন নয়। তবে আবারো একবার এই ঘটনা ঘটলো দক্ষিণী সিনেমায়।
দুই সেলেব্রেটির প্রেম পর্ব শুরু হয় একই সিনেমায় অভিনয়ের হাত ধরে। অভিনেত্রী তাঁর আসন্ন ছবি ‛ভিদিরাম ভারাই কাঠিরু’ তে অভিনয় করার সুবাদে রবীন্দ্রনর সঙ্গে দেখা করতে হয়েছিল অভিনেত্রীকে। সেখান থেকেই শুরু হয় তাঁদের প্রেম পর্ব। দীর্ঘদিন এক ফ্লোরে কাজ করতে করতে অনুভূতি জন্মায় একে অপরের প্রতি। আর অবশেষে সেই প্রেম পরিণতি পেল বিয়ের মধ্য দিয়ে। গত বৃহস্পতিবার তিরুপাথিতে বিয়ে সারলেন এই দুই সেলিব্রিটি দম্পতি।
View this post on Instagram
দুই পরিবারের সম্মতি নিয়েই বিয়ের আসরে বসেন তাঁরা। পরিবারের সদস্য বন্ধুবান্ধব সকলেই একত্রে উপস্থিত ছিলেন সেখানে। দুইজনেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাঁদের বিয়ের কিছু ভাল মুহূর্তের ছবি পোস্ট করেন। যদিও সেখানে অনেকেই ভালো মন্তব্য করেছেন। আবার অনেকেই মন্তব্য করেছেন যে তাঁদের জুটি হয়তো পার্ফেক্ট নয়। এই বিচার তাঁদের মাথায় জন্মেছে শুধুমাত্র দুই সেলেব্রিটির শারীরিক পার্থক্য দেখে।
View this post on Instagram
যদিও অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাঁদের দুজনের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‛আমি সৌভাগ্যবতী বলে তোমাকে আমার জীবনে পেয়েছি। তুমি আমার জীবন ভালোবাসা দিয়ে পুর্ণ করেছো। আমি তোমাকে ভালোবাসি’। প্রসঙ্গত অভিনেত্রী ভি জে মহালক্ষ্মীর দ্বিতীয় বিয়ে এটি। জানা গিয়েছে ২০১৯ সালে প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে অভিনেত্রী। আবার তাঁর একটি ছেলেও আছে আগের পক্ষের।