গসিপ

হাজার গোপন করতে চাইলেও এবার প্রকাশ্যে এলো কেন পরপর ধারাবাহিক করেন না মানালি! মাত্র দুটো ডায়ালগ বলতেই পঞ্চাশ হাজার রেট হাঁকেন ‘ধুলোকণা’র ফুলঝুরি অর্থাৎ মানালি!

গত সপ্তাহের টিআরপি লিস্ট বেরোলে দেখা যায়, এইবারও মিঠাই কে হারিয়ে বঙ্গ সেরা হয়েছে ধুলো কণা। আরো একবার লাল ফুল রসায়ন সকলের মন জয় করে নিয়েছে। এই ধারাবাহিকে নায়ক লালনের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশিস রায় আর নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি মনিষা দে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বউ কথা কও’-এর মধ্য দিয়ে রূপালি পর্দার জগতে প্রবেশ ঘটে এই অভিনেত্রীর। পরবর্তীতে ছোট পর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি বড় পর্দাতে অভিনয় করেছেন অভিনেত্রী।

তবে একাধিক ধারাবাহিকে ও ছবিতে অভিনয় করলেও দর্শক মনে আজও অমর হয়ে আছে ‘বউ কথা কও’এর মৌরি চরিত্রটি। সম্প্রতি ধুলো কণা ধারাবাহিক ও বস্তির মেয়ের চরিত্রে তার অভিনয় জনমানসে দাগ কেটেছে। গাঁট ছড়া ও মিঠাই ধারাবাহিককে হারিয়ে এই নিয়ে বেশ কয়েকবার বঙ্গ সেরা হয়েছে এই ধারাবাহিক। সম্প্রতি ধারাবাহিকে লালন ও ফুলঝুরির বিয়ের ট্র্যাক চলছে। এখন তাদের বৌভাত ফুলশয্যা ইত্যাদি দেখানো হচ্ছে যা দেখে দর্শকদের মন ভরে গিয়েছে তারা উৎফুল্ল হয়ে উঠেছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একবার দিদি নাম্বারের মঞ্চে এসেছিলেন মানালি দে এবং গায়িকা ইমন চক্রবর্তী। তখন সেই মঞ্চে এসে তারা একে অপরের বিভিন্ন রকম সিক্রেট বলেন। প্রাক্তন সিনেমা করতে গিয়েই ইমন আর মানালির মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলেও দুজন‌ই দুজনের ভীষণ ফ্যান ছিলো। এই মঞ্চে এসে ইমন দাবি করেন মানালি একবার ইমনের একটি পাড়াতেই শো করতে গিয়েছিলেন, তখন ইমন দেখতে গিয়েছিলেন মানালি কে, তিনি তখন দেখেন যে মাত্র দুটো ডায়লগ বলার জন্য ৫০ হাজার টাকা নিয়েছিলেন মানালি। এই কথা বলে সবার সামনে হাঁটে হাড়ি ভেঙে দেন ইমন। মাত্র দুটো ডায়ালগ বলবার জন্য এত রেট নিয়েছেন শুনে রচনা ব্যানার্জী থেকে শুরু করে উপস্থিত সকলেই হাসতে শুরু করেন।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

Related Articles

Back to top button