গসিপ

স্বামী ৬,৩৫০ কোটি টাকার মালিক হলেও বাঙালি মেয়ে রানী মুখার্জির নেই কোনো অহংকার! রানীর ফেভারিট হলো মাছের ঝোল ভাত, দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অভিনেত্রী

একসময় বলিউড কাঁপানো অভিনেত্রীদের তালিকায় নাম ছিল রানী মুখার্জির। যদিও বর্তমান সময়ে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন রানী। কিন্তু তবুও অতীতের তুলনায় বর্তমানে ছবির সংখ্যা অনেক কমে গিয়েছে। ৯০ দশকে বলিউড কাঁপিয়ে বেরিয়েছেন রানী মুখার্জি। শাহরুখ খান থেকে শুরু করে আমির খান, সালমান খান সকল অভিনেতার সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন একাধিক বলিউড হিট ছবি। বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা হলেও আদতে তিনি বাংলার মেয়ে। তাই দেশের যে প্রান্তে চলে যাক না কেন বাংলা ভাষা এবং বাংলা শিক্ষা, সংস্কৃতি কিছুই ভোলেননি তিনি। ভোলেননি নিজের মাতৃভূমিকে। তাইতো প্রতিবছর দুর্গাপূজার সময় নিজের বাংলার বাড়িতে উপস্থিত থাকেন তিনি। তাদের বাড়িতে বড় করে দূর্গা পূজা হয় প্রতি বছর। সেই পুজোতে উপস্থিত থাকেন রানী এবং কাজল দুজনেই।

সম্প্রতি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ক্লিপ ভাইরাল হচ্ছে। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে বাংলার জনপ্রিয় ১ নম্বর রিয়ালিটি শো দাদাগিরির মঞ্চে হাজির হয়েছেন রানী মুখার্জি এবং সেখানেই নিজের মাতৃভাষা বাংলাতেই কথা বলতে দেখা গিয়েছে তাকে। নিজের সম্পর্কে নানান তথ্য তিনি দাদাগিরির মঞ্চে এসে দিচ্ছেন। যদিও এই এপিসোডটি বেশ পুরনো। বেশ কয়েকটি সিজন আগে অভিনেত্রী উপস্থিত ছিলেন দাদাগিরির মঞ্চে। ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে রয়েছে সাদা শিফনের একটি সুন্দর কারুকার্য করা শাড়ি এবং অভিনেত্রী স্পষ্ট বাংলা ভাষায় গর গর করে কথা বলে চলেছেন। নিজের কাজের অভিজ্ঞতা সম্পর্কেও অনেক গল্প করেছেন সকলের সঙ্গে। অভিনেত্রী জানিয়েছেন তিনি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তখন আমির খান, শাহরুখ খান এবং সালমান খান তিনজনই তার সিনিয়র।l এত বড় বড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে প্রথমে তিনি ঘাবড়ে গিয়েছিলেন তারপর অবশ্য আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যায়।

দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে রানী মুখার্জি বলেন প্রথম আমির খানের সাথে যখন তিনি কাজ করছিলেন সেই ছবিতে তিনি কি গন্ডগোল পাকিয়েছিলেন তিনি। আমির খানকে জড়িয়ে ধরতে গিয়ে ক্যামেরাম্যানকে নিয়ে উল্টে পড়ে গিয়েছিলেন ডাইরেক্টর এর গায়ে। এই গল্প গল্প শুনে হেসে লুটোপুটি খাচ্ছেন দর্শক। ইতিমধ্যেই এই ভিডিওটি ৫৪ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন অসংখ্য মানুষ কমেন্ট বক্সে কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

Related Articles

Back to top button