রাহুলের সঙ্গে সম্পর্কের সমীকরণ ঠিক কি ছিল প্রেম নাকি শুধুই বন্ধুত্ব? মুখ খুললেন অভিনেত্রী সন্দীপ্তা

টলি থেকে বলিপাড়া সর্বত্রই কখনও প্রেমের, কখনও বিচ্ছেদের গুঞ্জন প্রতিনিয়ত চলতেই থাকে। ক্যামেরার ওদিকের মানুষগুলোর নিত্য জীবনের সঙ্গী এইসব চর্চা, সমালোচনা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেইসব খবর আরও বেশি মুখরোচকের মতো ছড়িয়ে পড়তে থাকে ক্রমশ। তবে সবক্ষেত্রে এইসব গুঞ্জন নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়না অভিনেতা বা অভিনেত্রীদের। বেশিরভাগ সময় বিষয় গুলি এড়িয়ে যান তাঁরা। অভিনেত্রী সন্দীপ্তা সেন একসময় যাঁর নামেও কম চর্চা হয়নি। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রেমের সম্পর্কে নাম জড়িয়ে বেশ জলঘোলা হয়েছে। কিন্তু বিষয় নিয়ে কখনোই অভিনেত্রীকে খুব একটা কোনো মুখ খুলতে দেখা যায়নি সামনাসামনি।
আরও পড়ুন: ভিকি ক্যাটের খুল্লামখুল্লা রোমান্স! সুইমিংপুলে মনোকিনি পরেই রোমান্স শুরু করলেন ক্যাটরিনা! ভাইরাল ছবি
সন্দীপ্তার সঙ্গে বন্ধুত্বের সূত্রপাত শুরু প্রিয়াঙ্কার সাথে রাহুলের বিচ্ছেদ হওয়ার অনেক আগে থেকেই। ‘তুমি আসবে বলেই’ ধারাবাহিক থেকেই দুজনের বাস্তব জীবনে রসায়ন আরও শক্ত হয়েছিল। পরে বন্ধুত্ব বাড়ে দুজনের মধ্যে। দুজনকে একসাথে পরে বহু অনুষ্ঠানেও একসাথে দেখা গিয়েছে ক্যামেরার সামনে। এমনকি রাহুল এই কথা নিজে মুখে স্বীকার করেছেন। তবে হঠাৎই আবার রাহুলের সাথে সন্দীপ্তার নামটা বদলে প্রেমের সম্পর্কের গুঞ্জনে রাহুলের সাথে রুক্মা রায় এর নাম জোড়া হয়েছিল। ‘দেশের মাটি’ ধারাবাহিক থেকেই এই জুটির সম্পর্কের গুঞ্জনের সূত্রপাত। নতুন সিরিয়াল ‘লালকুঠি’তেও দুজনকে একসাথে আবার দেখা যাচ্ছে।
অভিনেত্রী সন্দীপ্তা এইসব গুঞ্জন নিয়ে ভাবতে একেবারেই পছন্দ করেন না।উলটে তিনি সমবেদনা জানিয়েছেন তাঁদের প্রতি যাঁরা রাহুল এবং রুক্মাকে দেখে তাঁকে মনে করছেন। তিনি একেবারে পরিষ্কার ভাবে জানিয়েছেন, মানুষ নিজে যা ভাবতে পছন্দ করে তার ওপর ভিত্তি করেই মনগড়া নানা গল্প ফেঁদে বসে। তিনি আর রাহুল বরাবর খুব ভালো বন্ধু। আর রাহুলের প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা কখনোই তাঁদের সম্পর্কের ভাঙনের জন্য সন্দীপ্তাকে দায়ী করেননি বলেই জানিয়েছেন অভিনেত্রী। সন্দীপ্তা একজন মনোবিদ্যার ছাত্রী।
অভিনয়ের সাথে সাথেই পড়াশোনা চালিয়ে গেছেন তিনি সমানতালে করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের ক্ষেত্রে অভিনেত্রী শেষ বারের জন্য ছোটপর্দায় দেখা গিয়েছিল। ওয়েব সিরিজ ‘শিকারপুর’এ অভিনেত্রীকে দেখা যাবে আগামিতে। অভিনেত্রী বরাবর অভিনয় জগতে নিজের প্রতিভার গুণে এগিয়ে গিয়েছেন, পেয়েছেন একাধিক কাজের সুযোগ। তিনি গুজবে কান দিতে মোটেই পছন্দ করেন না।