গসিপ

‘তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়…’- গানের সেই সুন্দরী অভিনেত্রী কি করছেন বর্তমানে?

ভালোবাসা এমন এক অনুভূতি যা বদলে দিতে পারে সবকিছু। সেই প্রেমে পড়ে যুগে যুগে মানুষ কত পাগলামিই না করেছে। তবে অনুভূতি অনুভব করার এক অন্যতম মাধ্যম হলো ভালোবাসার গান। যে গানই পারে একজন প্রেমিক বা প্রেমিকাকে এক অন্য স্বপ্নের রাজ্যে পৌঁছে দিতে। গানের দ্বারা একজন প্রেমিক বা প্রেমিকা দুজনকে নিয়ে দেখা স্বপ্নকে এগিয়ে নিয়ে পৌঁছে যেতে পারে এক অন্য জগতে। গানই ভালোবাসা প্রকাশের এক দারুণ মাধ্যম। তবে প্রেমের বহু গান থাকলেও কিছু কিছু গান এমন ভাবে মনে দাগ কেটে যায় যে সেই গানগুলি বছরের বছর ধরে ভালোবাসার সেই এক অনুভূতি জাগিয়ে তুলতে পারে। তেমনই একটি গান প্রকাশিত হয়েছিল বহু বছর আগে, তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়…’।

আরও পড়ুন: “প্রতিটা জন্মদিন রঙিন হোক একই ভাবে, এই ভাবে। বন্ধুত্বের একটাই মানে হোক” – বিচ্ছেদের গুঞ্জনের মাঝেও দেবলীনাকে জন্মদিনের মিষ্টি শুভেচ্ছায় ভরালেন তথাগত

গানের প্রতিটি শব্দ আজও যেনো একইভাবে এক অন্যরকম অনুভূতির জগতে নিয়ে যায়। এক দশক পুরনো হলেও গানের স্মৃতি এখনও দর্শকদের মনে একই ভাবে থেকেই গিয়েছে। গানটি যেনো আজও প্রেমিক প্রেমিকার গানে পৌঁছলে কোনো পুরনো স্মৃতিকে উসকে দিতে পারে। শহীদ ও শুভমিতা ব্যানার্জীর গাওয়া এই গানটি রিলিজের সময় প্রায় সব জায়গাতেই শোনা যেত এই গান। গানের লাইন গুলি সাথে গানের ভিডিও এত মন কেড়েছিল সেইসময় অনেকে রিংটোন হিসেবে পর্যন্ত এই গান রেখেছিল। এই গানের প্রতি সবার যেনো এক অন্যরকম টান জন্মে গিয়েছিল।

তবে শুধু গান হয় গানের ভিডিওতে অভিনয় করা অভিনেত্রী সেইসময় এককথায় সবার কাছে পছন্দের তালিকায় নতুন ভাবে যুক্ত হয়েছিলেন। গানটিতে অভিনেত্রী ছিলেন শায়না আমিন। তবে তারপর অভিনেত্রীকে আর সেভাবে কোথাও দেখা যায়না এমনকি খবরের শিরোনামে দেখা যায়না। তাহলে উনি এখন কি করছেন? সেই খবর নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন আমাদের পেজে আমরা নিয়ে এসেছি পাঠকদের জন্য।

আরও পড়ুন: রানী মুখার্জী – অভিষেক বচ্চনের বিয়ে ঠিক হয়েও ভেস্তে যায়! নেপথ্যে ছিলেন অভিষেকের মা জয়া বচ্চন!

অভিনেত্রী শায়না আমিন জন্মগ্রহণ করেছিলেন ৬ই ফ্রেবুয়ারী ১৯৮৫ সালে, মক্কাতে। তিনি মক্কাতে জন্ম হলেও তাঁর বাবা মা ছিলেন বাংলাদেশী। কিন্তু অভিনেত্রীর মাত্র দেড় বছর বয়সে পরিবার বাংলাদেশে চলে যায়। তারপর থেকেই অভিনেত্রীর বেড়ে ওঠা, পড়াশোনা বাংলাদেশে, অভিনয়ের প্রতি তীব্র ইচ্ছে থেকে পরবর্তীতে নিজের কেরিয়ার শুরু করে এক জীবন গানের মাধ্যমে এত খ্যাতি আসে। পরে অবশ্য ২০১১ সালে বিদেশি প্রেমিকের সাথে বিয়ে করে বিদেশে চলে যান। তিনি বর্তমানে দুই পুত্র সন্তানের মা। তবে বয়স ৩৭ বছর হলেও অভিনেত্রীকে দেখে একেবারে বোঝার কোনো উপায় নেই। এখনও তিনি একই রকম সুন্দরী রয়েছেন। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই অনুরাগীদের জন্য নিজের ফটো পোস্ট করে থাকেন অভিনেত্রী।

Related Articles

Back to top button