গসিপ

সোনালী চক্রবর্তী, বড়পর্দায় অভিনয় ছেড়েছেন বহুদিন। কামব্যাক করলেন ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক “গাঁটছড়া” – র হাত ধরে, জেঠিমা চরিত্রে নতুন লুকে উপস্থিত সোনালী

এক সময় টলিউডের জনপ্রিয় খলনায়িকা ছিলেন সোনালী চক্রবর্তী। অভিনয় জগতে টক্কর দিতেন তাবড় তাবড় খলনায়িকাদের। কিন্তু হঠাৎই বড় পর্দা থেকে একেবারে মুছে গেলেন অভিনেত্রী। বহুদিন অভিনেত্রীকে খুঁজে পাওয়া যায়নি বড় পর্দায়। জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জীর সাথে অভিনয় করেছেন রচনার অন্যতম হিট সিনেমা হার-জিত এ। সেখানে রচনার সৎ মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সোনালী। এছাড়াও আরেকটি জনপ্রিয় সিনেমা বন্ধন এও অভিনেত্রীকে দেখা যায় বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে। আবার টলিউডের জনপ্রিয় অভিনেতা শংকর চক্রবর্তীর অর্ধাঙ্গিনী তিনি। শংকর চক্রবর্তীকে বেশ কয়েকটি কাজ করতে দেখা গেলেও দেখা যায়নি সোনালীকে।

হঠাৎ করেই অভিনেত্রীকে দেখা গেল ছোট পর্দায়। কিছুক্ষণের জন্য দর্শক চমকে গেলেও প্রবীণ দর্শকেরা হয়তো বেশ খুশি হয়েছেন তাদের পুরনো অভিনেত্রীকে ফিরে পেয়ে। অভিনেত্রী ছোট পর্দায় তার আগমন ঘটালেন স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তথা বাংলার সেরা ধারাবাহিক গুলির মধ্যে একটি “গাঁটছড়া” তে খড়ির জেঠিমার চরিত্রে অভিনয়ের মাধ্যমে। প্রথমে তো অভিনেত্রীর লুক দেখে চমকে গিয়েছিলেন দর্শক। কিন্তু এতে বেশ খুশি হয়েছেন দর্শকেরা। অভিনয়ের ছোটপর্দা আর বড় পর্দা কি বা পার্থক্য? অভিনয় যার সহজাত গুণ সে যে কোন পর্দাতেই দর্শকের মনের কাছের অভিনেত্রী হতে পারেন।

একটা সময় এমন ছিল যখন মানুষ ধারাবাহিকের থেকে বেশি দেখতে পছন্দ করতেন সিনেমা। কিন্তু এখন হয় ঠিক তার উল্টো। সিনেমাপ্রেমী ছাড়া খুব কম মানুষ আছেন যারা ধারাবাহিক ছেড়ে সিনেমা দেখতে বসবেন। কারণ ধারাবাহিক এখন মানুষের প্রাত্যহিক জীবনের এক অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও বড় পর্দা থেকে অভিনেতা অভিনেত্রীদের ছোট পর্দায় আসারও অনেক কারণ রয়েছে। ছোট পর্দার পারিশ্রমিক বর্তমানে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আর একটি সিনেমা করে যত না দর্শকের কাছে পৌঁছানো যায় তার থেকে একটি ধারাবাহিক কাজ করলে তা মানুষের অনেক কাছাকাছি পৌঁছেতে সাহায্য করে। উদাহরণ হিসেবে বলাই যায় বর্তমানে বাংলার সেরা ধারাবাহিক মিঠাইয়ের উচ্ছে বাবুর কথা। রাজ চক্রবর্তী হাত ধরে সিনেমা জগতে পাড়ি দিলেও তেমন নাম করতে পারেননি তিনি। কিন্তু এখন উচ্ছেবাবু না নেই গোটা বাংলায় তিনি বিখ্যাত।

আর তাছাড়াও একটা কথা তো এখানে থেকেই যায় ছোট পর্দা হোক আর বড় পর্দা, অভিনয় তো অভিনয়ই। অনেকের কাছে বড় পর্দা থেকে উঠে এসে ছোট পর্দায় অভিনয় করাটা হয়তো অপমানের। তবে যারা সত্যি কারের অভিনয় প্রেমী তাদের কাছে পর্দা ম্যাটার করে না। তবে এমনও সব সময় হবে না যে অভিনয়ের টানেই ছোট পর্দায় প্রত্যাবর্তন। বর্তমানে এমন বহু বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রী আছেন যারা টাকার কারণেও ছোটপর্দায়ের অভিনয় জগতে পাড়ি দিয়েছেন। এবার দেখা যাক এই প্রবীণ অভিনেত্রী ছোটপর্দায় ঠিক কতটা মানুষের মনের কাছে পৌঁছাতে পারেন।

Related Articles

Back to top button