গসিপ

পুজোর আগেই মাতৃরূপে সেজে উঠলেন অভিনেত্রী সুপারস্টার শ্রাবন্তি চট্টোপাধ্যায়, ভাইরাল ভিডিও

সামনেই আসছে বাঙালির মহোৎসব দুর্গাপুজো। বছরের এই বিশেষ চারটে দিনের জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এই চারটে দিন সকলে সব মান অভিমান ভুলে গিয়ে মেতে ওঠে আনন্দ উৎসবে। এই বছর পুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে শুরু হয়ে যাবে বাঙালি দুর্গোৎসব। তাই এখন থেকেই চারিদিকে শুরু হয়ে গেছে পুজোর তোরজোর। পুজোর কেনাকাটা, সাজসজ্জা, পাড়ায় পাড়ায় প্যান্ডেল। আর এই সবের মাঝেই নিজেকে মোহময়ী রূপে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন শ্রাবন্তী।

সম্প্রতি টলিউডের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রুদ্র সাহা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি রিল ভিডিও শেয়ার করেছেন। সেখানেই শ্রাবন্তী মাতৃরূপে ধরা দিয়েছেন। ভিডিওটিতে শ্রাবন্তী টুকটুকে লাল রঙের একটি বেনারসি আটপৌরে করে পরে আছে। সঙ্গে পড়েছেন মানানসই সোনার গয়না হালকা মেকআপে এক্কেবারে টুকটুকে রাঙা বউ সেজে অসম্ভব সুন্দরী লাগছিল শ্রাবন্তীকে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ইয়া চন্ডী’ গানটি। রুদ্রর শেয়ার করা ভিডিওতে ৬ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন এবং অসংখ্য মানুষ কমেন্ট করেছেন।

এর আগেও অবশ্য রুদ্রর ইনস্টাগ্রাম প্রোফাইল আমরা শ্রাবন্তী কে দেখেছি। শ্রাবন্তী কে এর আগেও সাজিয়েছিল রুদ্র। তবে শ্রাবন্তী কে এই রূপে যেনো অসাধারণ লাগছিল। বয়স ৪০ হয়ে গেলেও রূপের জৌলুস এক ফোঁটাও কমেনি তার। এখনকার সময়ের যেকোনো অভিনেত্রীকেই রূপে টেক্কা দিতে পারেন।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

Related Articles

Back to top button