গসিপ

‘ছোট বেলায় তিনি চাইতেন বড় হয়ে বাবাকেই বিয়ে করতে’- এই মন্তব্য করে কটাক্ষের শিকার অভিনেত্রী শ্রাবন্তী

বাংলা ছবির জগতে সর্বাধিক সমালোচিত অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁকে নিয়ে , তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়ার শেষ নেই। একের পর এক বিবাহের এবং ব্যক্তিগত জীবনের সূত্র ধরে তিনি ট্রোল হয়ে থাকেন নেটিজেনদের কাছে। ট্রোলাররা সর্বদা মুখিয়ে থাকেন তাঁকে নিয়ে ব্যঙ্গ করবার জন্য। পরপর তিনটি বিবাহ তারপর ফের বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি টলিউড জগতে। এখন আবার সমালোচকদের নতুন ভাবে সংযোজিত হয়েছে পুরনো একটি ভিডিও নিয়ে অভিনেত্রীকে রীতিমতো বিদ্ধ করা।

আরও পড়ুন: “আমি চাইলে সেই অভিনেতার নামে অনেক কিছুই বলতে পারি” – টলিপাড়ার কোন্ অভিনেতার প্রসঙ্গে একথা বলেন অভিনেত্রী মধুমিতা

সোশ্যাল মিডিয়ায় নানা সময় নানা রকম ভিডিও ঘোরাফেরা করে যেগুলি পুরনো বহু স্মৃতিকে উস্কে দেয়। আর নেটিজেনরা মেতে ওঠেন সেই সব পুরনো বিষয় নিয়ে, এবারেও তার ব্যতিক্রম হলো না। অভিনেত্রী শ্রাবন্তীর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। বহু পুরনো একটি শো জি বাংলার জনপ্রিয় হ‍্যাপি পেরেন্টস ডে মা বাবাকে সাথে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। যেখানে তিনি ছোটবেলার কাটানো নানা টুকরো টুকরো স্মৃতির কথা তুলে ধরেছিলেন।

অভিনেত্রীর বাবা থিয়েটার করার সুবাদে বাড়িতে নিত্যদিন একটা সংস্কৃতির চর্চা বজায় থাকত। ফলে অভিনেত্রী ছোট থেকেই সংস্কৃতি দেখেই বড়ো হয়েছেন। বাবা মা সবসময় ছোট থেকেই চেয়ে এসেছেন তাদের মেয়ে যেনো অভিনয়ের জীবনে প্রবেশ করে। তবে শ্রাবন্তী ছোট বেলা থেকেই যে খুব দুরন্ত স্বভাবের ছিল সেকথা স্বীকার করে নিয়েছেন। তবে সেই দুষ্টুমি করার কারণে ছোটবেলা থেকে প্রচন্ড মারধোর খেয়েছেন তিনি। অভিনেত্রীর বাবা মেয়েকে শাস্তি স্বরূপ ন‍্যাড়াও করে দিয়েছিলেন অভিনেত্রীর বাবা। এমনকি মেয়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন তার বাবা।

আরও পড়ুন: পরিচালকের জন্মদিনে আদরের চুম্বনে ভরিয়ে দিলেন ‘চরিত্রহীন’ এর নায়িকা! ইন্ডাস্ট্রির রামু জড়িয়ে ধরলেন বাঙালি অভিনেত্রী নয়নার কোমর

সেই কথা বলতে গেলে শ্রাবন্তী বলেছেন, তাঁর বাবা এখনও পর্যন্ত যথেষ্ট হ্যান্ডসাম রয়েছেন। অভিনেত্রী ছোটবেলার এক সিক্রেট ফাঁস করেছেন যেখানে তিনি চাইতেন তাঁর বাবাকেই বড়ো হয়ে বিয়ে করে নিতে। তার বাবা তখন মজার ছলে বলতেন , আগে বড়ো হ তারপর। সেই ভিডিও সামনে আসতেই কুৎসাতে মেতেছেন নেটা নাগরিকরা। কুরুচিকর সব মন্তব্য ধেয়ে এসেছে অভিনেত্রীর প্রতি। কয়েকজন তো কমেন্ট বক্সে প্রশ্ন করেই ফেলেছেন, যে কেউ কিছু বলে না নাকি তাঁকে এত বার বিয়ে করেছেন বলে। তবে সমালোচক থাকলেও বহু জন আবার অভিনেত্রীর পক্ষ নিয়ে কথা বলেছেন।

Related Articles

Back to top button