বাঙালি মেয়ে রানীর কন্যা আদিরা, স্টার কিড হয়েও নেই তার কোন প্রচার? এসব থেকে মেয়েকে দূরে রেখেছেন অভিনেত্রী

৯০ এর দশকের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। এই বাঙালি মেয়ে বলিউডে তিন খানের সঙ্গেই পাল্লা দিয়ে অভিনয় করে গেছেন। পরিবর্তে পেয়েছেন প্রচুর দর্শকের ভালোবাসা, জনপ্রিয়তা। এই রানীর মেয়ে আদিরা। সৌন্দর্যে একেবারে মায়ের ঝলক দেখা যায় তার মধ্যে। কিন্তু এত বড় একজন অভিনেত্রীর মেয়ে তথা স্টার কিড হওয়া সত্ত্বেও কোন প্রচার নেই তার! কিন্তু কেন?
আদিরার বয়স তখন সবে মাত্র তিন। বছর দুই আগে এক বিমানবন্দরে অভিনেত্রী ও তার মেয়ের দেখা পাওয়া গেল। পাপারাৎজিরা ক্যামেরা নিয়ে তড়িঘড়ি করায়, অভিনেত্রী তাদের কাছে অনুরোধ করেন যেন তার কন্যার মুখ ক্যামেরায় দেখা না যায়। ওই ক্যামেরার সামনে নিজে পোজ দিলেও মেয়ের মুখ আসতে দেননি অভিনেত্রী ক্যামেরায়। কিন্তু কেন এত রাখঢাক?
আসলে জনপ্রিয় অভিনেত্রী রানী চান না যে তার মেয়ে স্টার কিড হিসেবে পপুলারিটি পাক। তিনি মনে করেন এখন থেকেই ক্যামেরার সামনে আসতে হলে শিশু মনে চাপ পড়তে পারে। আর তা একেবারেই মেনে নেবেন না ‘মা’ রানী। স্টার কিড হিসেবে মানুষ তার মেয়েকে চিনুক তা একেবারেই চান না অভিনেত্রী। তিনি চান আদিরা নিজের ট্যালেন্টে, নিজের চেষ্টায় কিছু করুক। কোনরকম বিশেষ সুযোগ সুবিধা তিনি দিতে চান না আদিরাকে। এমনটাই চাওয়া একজন সফল মা হিসেবে তার।
প্রসঙ্গত অভিনেত্রী জনপ্রিয় পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপরই আসে তার কোলে কন্যা সন্তান। এই কন্যার নামই আদিরা। স্বামীর নামের প্রথম দুটি অক্ষর এবং নিজের নামের অক্ষর মিলিয়ে রাখেন কন্যার নাম। অভিনেত্রী জানান তার কন্যা বাড়িতে ক্যামেরার সামনে সাবলীল হলেও বাইরে তা নয়। তাই তিনি সম্মান করেন বিষয়টি।