গসিপ

বিয়ের পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভালোর জন্যই অভিনয় ছেড়েছিলেন স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়, সাক্ষাৎকারে উঠে আসলো আসল সত্যি

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় এই দুটি সম্পর্কে নতুন করে আলাদাভাবে কিছু বলার আর অপেক্ষাই রাখেনা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রীতিমতো টলিউড ইন্ডাস্ট্রির অভিভাবক। দীর্ঘ কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করে চলেছেন অভিনেতা। স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ও এককালীন সময়ে চুটিয়ে অভিনয় করেছেন। কিন্তু বিয়ের পরে তাকে আর সেভাবে কোন ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। কিন্তু বুম্বাদা এখনো ইন্ডাস্ট্রিতে চুটিয়ে অভিনয় করছেন। সম্প্রতি নিজের জীবনযাত্রা সম্পর্কে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিলেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়।

অভিনেত্রী জানান মডেলিং দিয়ে তার জীবন শুরু। তারপরে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। বেশ কয়েক বছর তিনি চুটিয়ে কাজ করেন। এরপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের দু’বছর পরেই মা হন তিনি। মা হওয়ার পরে ইন্ডাস্ট্রি থেকে নিজেই সরে আসেন অর্পিতা। স্বামী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাতে মানসিকভাবে স্থিতিশীল থাকতে পারে সেটাই তার একমাত্র ধ্যান-ধারণা ছিল। এরপরই চোখের পলক ফেলতে বেশ কয়েক বছর কেটে যায়। তবে আবারো ইন্ডাস্ট্রিতে ফিরেছেন অভিনেত্রী।

ইন্ডাস্ট্রিতে আবারো নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন অর্পিতা। বিয়ের পর নিজের ইচ্ছেতেই অভিনয় জগত থেকে সরে আসেন অভিনেত্রী। কিন্তু আবারো বেশ কয়েক বছর পর নিজেকে টলিউড ইন্ডাস্ট্রিতে দেখতে চাইছেন অভিনেত্রী অর্পিতা। এবারে সংসার সন্তান এবং অভিনয় তিন দিকে একার হাতে সামলাবেন তিনি।

Related Articles

Back to top button