“আমি টম ক্রুজ নই, আর উনিও ক্যামেরন ডিয়াজ নন। আমি ভুত, উনি পেত্নী।” – অভিনেত্রী শ্রীলেখার মন্তব্যের উত্তরে এবার মুখ খুললেন সুদীপার স্বামী অগ্নিদেব চ্যাটার্জি

জি বাংলার জনপ্রিয় নন ফিকশন শো রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জির মন্তব্যকে ঘিরে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা। এ বিষয়ে আমরা সকলেই জানি। সঞ্চালিকা অহংকারী মনোভাবের কথা দর্শকের জানতে বাকি নেই। সঞ্চালিকা বিভিন্ন সময়েই এমন এমন মন্তব্য করে ফেলেন যার ফলে তিনি টাইমলাইনে চলে আসেন। সম্প্রতি সুইগির ডেলিভারি বয়দের নিয়ে সঞ্চালিকা একটি পোস্ট করেন যার ফলে তাঁকে চরম সমালোচনা শিকার হতে হয়। আর সেই পোস্ট ঘিরে শুধু নেটিজেনরাই নন ক্ষিপ্ত হয়েছিলেন টলি পাড়ার বেশ কয়েকজন অভিনেত্রী অভিনেতারাও। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অরিত্র এবং শ্রীলেখা।
কিছুদিন আগেই সঞ্চালিকা একটি ফেসবুক পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন, “আমি শুধু জানতে চাই স্বীয় একজন ডেলিভারি বয়ও ফোন না করে কেন গন্তব্যে পৌঁছতে পারে না? ফোন করে কেন বলেন ‘আমি আসছি আপনি গেটটা খুলুন’ আমি কি দারোয়ান যে গেট খুলবো?” এই পোস্ট ঘিরেই শুরু হয় টলি পাড়ার একে অপরের মধ্যে কাদা ছোড়াছুড়ি। এ পোস্টের স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী শ্রীলেখা সমালোচনা করেন সঞ্চালিকা।
সঞ্চালিকার এই পোস্ট স্ক্রিনশট করে নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করেন শ্রীলেখা। আর তার সাথে ক্যাপশনে লেখেন “উদ্ধত অসভ্য এই মহিলা”। এরপরে টিভি নাইন বাংলার এক সাক্ষাৎকারে এসেছিলেন সুদীপা আর সেখানে সঞ্চালিকা শ্রীলেখাকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। সেখানেই সাক্ষাৎকারে বিভিন্ন কথাবার্তার মধ্যে সুদীপা বলেন, “আমার স্বামী আমায় কি উপহার দিল তাতে ওঁর কি? উনি কি নজর রাখেন আমাদের ওপর? নাকি ওঁর আমার স্বামীর প্রতি দুর্বলতা আছে?”
যদিও সুদীপার এই নোংরা মন্তব্যেরও জবাব দিয়েছিলেন শ্রীলেখা। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শ্রীলেখা বলেছিলেন, “টম ক্রুজ বা হিউ গ্রান্টের প্রতি দুর্বলতা থাকতে পারে। কিন্তু আমার ওঁর বরের সাথে কাজের রেপো ছিল ঠিকই তবে সেটা কোনদিনই গদগদে পর্যায়ে পৌঁছায়। আমার মনে হয় ভদ্রমহিলার ভাবতে ভালো লাগে যে আমার স্বামীকে কেউ চাইছে বা ভাবছে বা স্বপ্ন দেখছে। এটা তাঁর ভুল ধারণা। তাঁর যদি এটা ভেবে আনন্দ হয় তাহলে আমি আর কি বলব!
কিন্তু শ্রীলেখার এই মন্তব্যের পরেই সঞ্চালিকা সুদীপার স্বামী অগ্নিদেব মন্তব্য করেন এই বিষয়ে। শ্রীলেখার মন্তব্যের প্রেক্ষিতে অগ্নিদেব চ্যাটার্জি পোস্ট করেন, “আমি টম ক্রুজ নই, আর উনিও ক্যামেরন ডিয়াজ নন। আমি ভুত, উনি পেত্নী।” যদিও এই পোস্টকে ঘিরে এখনো শ্রীলেখা মিত্রকে কোনো উত্তর দিতে দেখা যায়নি। সুদীপা চ্যাটার্জির একটা পোস্ট ককে ঘিরে রীতিমতো চলেই যাচ্ছে একই ইন্ডাস্ট্রি লোকেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি। কবে যে কমবে তাঁদের এই অসভ্যতা তার কোন ঠিক নেই।