অক্ষয় কুমারের পর বিমল ইলাইচির বিজ্ঞাপন প্রসঙ্গে মুখ খুললেন অজয় দেবগণ

গত শনিবার পান মশলা প্রস্তুতকারক সংস্থা বিমল ইলাইচি তাদের একটি নতুন বিজ্ঞাপন বের করতেই রীতিমতো হইচই শুরু হয়ে যায় নেট পাড়ায়। এই বিঞ্জাপনে বলিউডের তিন সুপারস্টারকে একত্রে দেখা গিয়েছিলো। অজয় দেবগণ, শাহরুখ খান ও অক্ষয় কুমারের একত্রে একটি পানমশলার বিজ্ঞাপন করা বেশ বড়সড় একটি ঘটনা ছিল। নেটপাড়ার প্রশ্ন ছিল, তিনজন বলিউড সুপারস্টারই কিনা শেষমেষ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করছেন?- অজয় দেবগন ও শাহরুখ খানকে নিয়ে সেভাবে বিতর্ক না হলেও তুমুল বিতর্কিত হন অক্ষয় কুমার। অক্ষয় কুমারের গুড ইমেজ নিয়ে রীতিমতো কটাক্ষ শুরু হয়, তুমুল সমালোচনার জেরে শেষমেষ ভক্তদের কাছে ক্ষমা চেয়ে পান মশলা বিজ্ঞাপনের থেকে সরে দাঁড়ান অক্ষয় কুমার। অক্ষয় কুমারের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এইবার তামাক জাতীয় দ্রব্য বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসডর হওয়া থেকে কি সরে আসবেন অজয় দেবগনও? এই বিতর্কে এইবার মুখ খুললেন অজয় দেবগন।
আরও পড়ুন: তুমুল সমালোচনার জেরে ক্ষমা চেয়ে তামাক ব্র্যান্ড থেকে সরে দাঁড়ালেন অক্ষয় কুমার
অজয় দেবগন বলেন, এটা আমার একান্তই ব্যক্তিগত জিনিস। কিছু জিনিস সত্যি ক্ষতিকারক কিন্তু কিছু জিনিস এমন সেগুলি ক্ষতিকারক নয়। এরপরই অজয় দেবগন বলেন, “ আমিতো এলাচির বিজ্ঞাপন করেছি, তবে বিজ্ঞাপনের বাইরে গিয়ে যেটা আমার মনে হয়, যদি এই বস্তুটি সত্যিই এতটা ক্ষতিকারক হয় তাহলে তাদের এই ধরনের দ্রব্য বিক্রি করা উচিত নয়।”
কিছুদিন আগে বিমল ইলাইচির বিঞ্জাপনে দেখা যায়, অজয় দেবগন ও শাহরুখ খান একটি কালো গাড়িতে চেপে কোথাও যাচ্ছেন। দুই সুপারস্টার ই কালো পোশাক পরেছেন, অজয় গাড়িটা চালাচ্ছেন।এরপর শাহরুখ খান অজয় দেবগনকে বলেন, “দেখা যাক নতুন কোন খিলাড়ি এসেছে।” অজয় উত্তর দেন, “তাহলে আমরাও একটু বুঝিয়ে দিই।” শাহরুখ খান তখন হালকা হেসে অজয়ের কথার প্রত্যুত্তরে বলেন, “ আস্তে আস্তে ঠিক বুঝিয়ে দেবো, ভালোবেসে।”এরপর তাদের গাড়িটা একটা ওয়ারহাউজে পৌঁছালে দেখা যায় অক্ষয় কুমার তলোয়ার দিয়ে বিমল ইলাইচির প্যাকেট কাটছেন। এটা দেখে শাহরুখ খান বলেন,“ আরে এ তো আমাদেরই দলের লোক, জুবান আমাদেরই।” একথা শুনে অক্ষয় বলেন, “তাহলে আমাদের হৃদয়ও একই হওয়া উচিত।” এরপর তিন সুপারস্টারকে ঐ সংস্থার সিগনেচার ভঙ্গিমা করতে দেখা যায়।
আরও পড়ুন: স্কুলে মারপিট করে নাক ও দাঁত দুটোই ভেঙেছিলেন রান্নাঘরের সুদীপা
তিন সুপারস্টারের মধ্যে অক্ষয় কুমারকে ঘিরেই ব্যাপক ট্রোল শুরু হয়। কারণ তিনি সবসময় স্বাস্থ্যসচেতনতার বার্তা দেন, বিভিন্ন সময় তিনি তার কাজের মাধ্যমে মানুষকে ধূমপান বিরোধী বার্তা দিয়ে থাকেন। তিনিই কিনা শেষে অজয় দেবগন ও শাহরুখ খানের মতো পান মশলার বিজ্ঞাপন করছেন! এটা মানতে পারেননি তার ভক্তরা। তার গুড ইমেজ নিয়ে প্রশ্ন উঠতে থাকে এবং অনেকে বলতে থাকেন যে তার পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়া উচিত। তুমুল সমালোচনার জেরেই শেষমেষ ‘সরি’ বলে এই বিজ্ঞাপনের ব্র্যান্ড হওয়া থেকে সরে দাঁড়ান অক্ষয় এবং জানান যে এই বিঞ্জাপনের থেকে পাওয়া অর্থ তিনি একটি ভালো কাজে ব্যয় করবেন। একইসাথে তিনি এও বলেন যে, ভবিষ্যতে কোনো কাজ করবার আগে তিনি ভালোভাবে বিবেচনা করে তারপরেই করবেন।- অক্ষয় কুমারের ক্ষমা চাওয়ার পরেই লোকে অজয় দেবগনের প্রতি প্রশ্ন তুলেছিলো, কিন্তু তিনি অক্ষয় কুমারের পথে হাঁটেন নি।