বিমল এলাইচি’র বিজ্ঞাপন ঘিরে উত্তেজনা তুঙ্গে, এবার শাহরুখ – অজয়ের পাশে এই নতুন সুপারস্টার কে?

ছবির ক্ষেত্রে প্রায়ই অভিনেতা অভিনেত্রী দের মধ্যে এক ঠান্ডা লড়াই বা প্রতিযোগিতা চলতেই থাকে। দর্শকের কাছে কোনো ছবি অধিক মান্যতা পায় কোনোটা আবার কিছু কম। তবে এবার ব্র্যান্ডের বিজ্ঞাপনের ক্ষেত্রে স্টারদের মধ্যে শুরু হয়েছে রীতিমতো প্রতিযোগিতা। বিভিন্ন বড়ো বর বহুজাতিক সংস্থা গুলি বর্তমান সময়ে ব্র্যান্ডের ক্ষেত্রে একসাথে বহু স্টারদের মুখ দেখাতে চাইছেন। এক্ষেত্রে বদল এসেছে।
আরও পড়ুন: বলিউড প্রেমীদের চোখে ধরা পড়েছে KGF Chapter ২ এর বড়সড় ৫ টি ভুল! না জানলে আপনিও জেনে নিন!
এর উদাহরণ হিসেবে বলা যায় , গত বছর বিমল এলাইচি’র বিজ্ঞাপনে একসাথে দেখা গিয়েছিল শাহরুখ খান এবং অজয় দেবগনকে। প্রবল উন্মাদনা দেখা গিয়েছিল ভক্তদের মধ্যে সেই বিজ্ঞাপনকে ঘিরে। তবে এবার আবার নতুন কোন সুপারস্টারকে সংযুক্ত করতে চাইছে এই সংস্থা। তার কিছুটা ইঙ্গিত পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। খুব শিগগিরই এই সংস্থা তাঁদের ব্র্যান্ডের অন্য আরও একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডারের সাথে সাক্ষাৎ করাতে চলেছেন।
তবে ভক্তদের কাছে তাদের খিলাড়িকে চিনে নিতে খুব একটা অসুবিধে হয়নি। বলিউডের এক তারকাকে এক ঝলকেই চিনে নিয়েছে ভক্তরা। এবার ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে শাহরুখ এবং অজয় দেবগনের সাথে স্ক্রিন শেয়ার করতে আসছেন অক্ষয় কুমার। যে টিজার টি বাইরে এসেছে সেখানে দেখা যাচ্ছে ৭ সেকেন্ডের ভিডিওতে গাড়ির মধ্যে শাহরুখ এবং অজয় দেবগন রয়েছেন। গাড়ির স্টিয়ারিং অজয়ের হাতে পাশে রয়েছে শাহরুখ। তারপরেই চমক। একটি দীর্ঘ ছায়া মূর্তিকে দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত মুখ প্রকাশ না করলেও এই টিজার দেখেই ভক্তরা তাদের খিলাড়ি কে চিনে ফেলেছেন।
খিলাড়ি নামক ছবির মধ্য দিয়ে ১৯৯১ সালে খুব পরিচিতি লাভ করেছিল সুপারস্টার অক্ষয় কুমার। সবসে বড়া খিলাড়ি, মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি এইসব ছবির মাধ্যমে ক্রমেই তিনি ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। স্বাভাবিক ভাবেই বিজ্ঞাপনদাতারা টিজার প্রকাশের মাধ্যমে অনুরাগীদের কাছে প্রশ্ন রাখলে কে এই ব্যক্তি? দর্শকরা মোটেই সময় নেননি বরং, সেকেন্ডের মধ্যে চিনে ফেলেছেন অক্ষয় কুমারকে। বলিউডের খিলাড়ি হিসেবে দর্শকরা সবাই অক্ষয় কুমারকে চেনেন।
আরও পড়ুন: নববর্ষ সেলিব্রেট করলেন শেষ পর্যন্ত মদ খেয়ে! মীরের কান্ড দেখে দর্শকরা রীতিমতো কটাক্ষ করেছেন
‘বচ্চন পাণ্ডে’ নামের ছবিটি সুপারস্টারের শেষ রিলিজ ছবি ছিল তারপর সেইভাবে এখনও আর দেখা যায়নি। যদিও এই ছবিটি কাশ্মীর ফাইলস ছবির বিপুল জনপ্রিয়তার কারণে খুব একটা দর্শকের মন জিতে নিতে পারেনি। তবে শোনা গিয়েছে, ‘পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’ ‘রক্ষা বন্ধন ‘ পরপর কয়েকটি ছবিতে দেখা যাবে বলিউডের খিলাড়ি কে।
View this post on Instagram