গসিপ

তুমুল সমালোচনার জেরে ক্ষমা চেয়ে তামাক ব্র্যান্ড থেকে সরে দাঁড়ালেন অক্ষয় কুমার

কিছুদিন ধরেই বিমল ইলাইচির নতুন এ্যাডকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ কিছুদিন আগে প্রকাশ পাওয়া এই এ্যাডে এমন একজনকে দেখা গেছে, যাকে দেখার পরই নেটদুনিয়ার মানুষ বেশ বিস্মিত হয়েছেন। এইবার প্রথম বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে বিমল ইলাইচির বিজ্ঞাপনে দেখা গেছে আর তারপরই শুরু হয়েছে সমস্যা। কয়েক বছর ধরেই বিমল ইলাইচির অ্যাডে অজয় দেবগনকে দেখা যায়, গতবছর বিমলের অ্যাডে অজয়ের সাথে বলিউড কিং শাহরুখ খানকেও দেখা গিয়েছিল। শাহরুখের বিমল ব্র্যান্ডে যোগ দেওয়ার পরও তেমন কোনো হট্টগোল হয়নি। কিন্তু সম্প্রতি অক্ষয় কুমারের বিমল ব্র্যান্ডে যোগ দেওয়ার পরই তোলপাড় সৃষ্টি হয়েছে নেট পাড়ায়।

আরও পড়ুন: রুদ্রনীলের ইনস্টাগ্রাম একাউন্ট হ্যাকারদের হাতে! কপালে চিন্তার ভাঁজ পড়েছে অভিনেতার

সম্প্রতি বিমলের যে বিজ্ঞাপনটি মুক্তি পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান, অজয় দেবগন কোন একজন খিলাড়ির কথা বলছেন এরপরই অক্ষয় কুমারকে দেখা যাচ্ছে তলোয়ার দিয়ে বিমলের প্যাকেট কাটতে। এইপর শাহরুখ খান ও অজয় দেবগন মিলে বিমল ইউনিভার্সে অক্ষয় কুমারকে স্বাগত জানিয়েছেন। এই বিজ্ঞাপনে বলিউডের তিন বড় তারকা প্রথমবারের মতো হাজির হয়েছেন তা সত্ত্বেও এই বিজ্ঞাপন ট্রোলের নিশানায় এসেছে। সবথেকে বেশি আশ্চর্যজনক ব্যাপার হল অজয় দেবগন বা শাহরুখ খান নন, ট্রোলড হচ্ছেন অক্ষয় কুমার। কারণ বরাবরই অক্ষয়কুমার স্বাস্থ্য সচেতনতার ওপর জোর দিয়েছেন এবং জনসাধারণকে অ্যালকোহল ও সিগারেটের মতো ক্ষতিকারক পণ্যর থেকে দূরে থাকার কথা বলেছেন।

অক্ষয়কুমার সবসময় স্বচ্ছ দেশ, স্বচ্ছ ভারত অভিযান ইত্যাদি বিষয়ে কথা বলে থাকেন। এমনকি বিখ্যাত মানুষদের এই সমস্ত নেশাজাত দ্রব্যের এ্যড করা উচিত নয় বলেও মন্তব্য করেন। তিনি এও বলেছিলেন যে, অনেক জায়গা থেকে অফার আসা সত্ত্বেও তিনি এই সমস্ত ক্ষতিকারক জিনিসের বিজ্ঞাপন কখনোই করেননা, কারণ তার কাছে দেশের মানুষের সুস্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই অক্ষয়‌ই কিনা শেষে বিমল ইলাইচির প্রচারের মুখ হলেন!- মানতে পারেননি মানুষ, ফলে বিমলের বিজ্ঞাপনে তাকে দেখার পর থেকেই তুমুলভাবে সমালোচিত হয়েছেন তিনি, খুব খারাপভাবে ট্রোলড করাও হয়েছে তাকে। কেউ কেউ বলেছেন তার স্বাস্থ্যসচেতন গুড ইমেজ আসলে ভক্তদের ইমপ্রেস করার জন্য, কেউ আবার মন্তব্য করেছেন তার উচিত পদ্মশ্রী পুরস্কার ফেরত দেওয়া।

আরও পড়ুন: দিদি লতার মতো নাচছে খুদে! দেখেই কেঁদে ফেললেন ছোট বোন আশা!

তুমুল সমালোচনায় জেরবার হয়ে এইবার তামাক ব্র্যান্ড থেকে নিজেকে সরিয়ে নিলেন অক্ষয় কুমার। ইনস্টাগ্রামের পোষ্টে তিনি লিখেছেন- “আমি দুঃখিত আমি আমার সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্খীদের কাছে ক্ষমা চাইতে চাই। গত কয়েকদিন ধরে আপনাদের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে যদিও আমি তামাককে সমর্থন করি নি এবং করবো না। বিমল ইলাইচি সাথে আমার মেলামেশায় আপনাদের যে অনুভূতির প্রকাশ হয়েছে তাকে আমি সম্মান করি। সেজন্য আমি সম্পূর্ণ বিনয়ের সঙ্গে এটি থেকে সরে যাচ্ছি।”

এরপর অক্ষয় কুমার বলেছেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিঞ্জাপনের জন্য প্রাপ্ত ফি আমি একটি ভালো কাজের জন্য ব্যবহার করবো। ব্র্যান্ড যদি চায়, তাহলে তার চুক্তির আইনি মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই বিঞ্জাপনটির প্রচার করা চালিয়ে যেতে পারে। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, ভবিষ্যতে আমি বিজ্ঞতার সঙ্গে বিকল্পগুলি বেছে নেব। বিনিময়ে আমি সর্বদা আপনাদের ভালোবাসা এবং দোয়া চাইবো।”

Related Articles

Back to top button