গসিপ

‘আলিয়া সাংসারিক উকিল! ছাড়বেই না…’, বউয়ের ভয়ে তটস্থ রণবীর? রণবীর ও শ্রদ্ধা কে একসাথে নিয়ে সমস্যা আলিয়ার, সাক্ষাৎকারে জানালেন রণবীর কাপুর

বলিউডের জনপ্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম হলো রালিয়া। রণবীর আলিয়ার জুটি নিয়ে এখন হামেশাই চর্চা চলতে থাকে। তার উপর এখন তারা নতুন মা বাবা। মেয়ে রাহা কে নিয়েই এখন তাদের সারাটা দিন কাটে। রণবীর ও তার মা নিতু কাপুর জানিয়েছেন এখন তাদের বাড়িতে শুধুমাত্র আলিয়ার কথাই চলে। রাহা কে তার বাবা রণবীর এখন ঢেঁকুর তোলাতে রাত কাবার করছেন আবার কখনও তাকে ঘুম পাড়াতে ব্যাস্ত। তবে আলিয়ার ভয়ে ঠান্ডা রণবীর। কারণ একটু এদিক থেকে ওদিক হলেই আলিয়া রে রে করে চিল্লিয়ে ওঠে।

প্রথম থেকেই শ্রদ্ধা এবং রণবীরকে একসঙ্গে দেখা যাচ্ছিল না প্রমোশনের ক্ষেত্রে। আলিয়ার নাকি আপত্তিও ছিল দুজনকে নিয়ে। রণবীর বলেন, “আলিয়া সংসারে পুরো উকিলের মত। ও যদি বুঝতে পারে যে কেউ অর ভুল ধরছে তবে, নিজের পক্ষে যুক্তি না দিয়ে ছাড়বেই না”।

রণবীরের কথায়, আলিয়ার রেগে যাওয়ার কারণ তিনি নিজেই। কিন্তু আলিয়ার কোনও কথাই রণবীর গায়ে মাখেন না। ঝগড়ার পরেও শান্ত থাকেন তিনি। চুপ থাকতেই বেশি ভালবাসেন। আলিয়াকে শান্ত হওয়ার সুযোগ দেন। এমনিও অতিরিক্ত ছটফটে স্বভাবের আলিয়াকে নিয়ে যায় যায় অবস্থা, এখন মেয়ে রাহাও যদি মায়ের মত হন সেই চিন্তায় ঘুম উড়েছে রণবীরের।

Related Articles

Back to top button