গসিপ

অ্যামাজন প্রাইমের তরফে শাহরুখ পুত্রের ওয়েব সিরিজের পরিকল্পনায় নাকোচ! আরিয়ান অনভিজ্ঞ, সঠিক ট্রেনিং নেই, টাকা নষ্ট করতে চান না অ্যামাজন!

শাহরুখ খানকে বলিউডের বাদশা বলা হলেও তাঁর ছেলের ভাগ্য যে ততোটাও ভালো যাচ্ছেনা একের পর এক ঘটনা তারই প্রমাণ। বাবা এই বয়সে দাঁড়িয়েও একের পর এক সুপারহিট ছবি করে যাচ্ছেন আর এদিকে ছেলের ভাগ্যে একটিও শিকে ছিঁড়লনা। সম্প্রতি মাদক কাণ্ডে জড়িয়ে পড়ার পর থেকেই এমনিই শাহরুখ পুত্রের সময় খুব একটা ভালো যাচ্ছিল না। একদিকে জেলে কাটাতে হয়েছিল তার সাথে সাথে আবার নেটিজেনদের কটাক্ষের শিকার সবরকম মিলিয়ে অবশেষে মিলেছিল জামিন। অবশেষে মন্নতে ফিরে আসার পর থেকে নিজের কেরিয়ারের দিকে সময় দিতে শুরু করেছিলেন আরিয়ান খান। কেরিয়ার গুছিয়ে নেওয়ার জন্য সমস্ত নেতিবাচকতা ভুলে তিনি একটু কাজে মন দিয়েছেন সব আর তাতেই ফের বাধার সম্মুখীন হতে হলো।

আরও পড়ুন: “ওই যে কবীর বলে উঠল না ‘হ্যাপি বার্থডে মাম্মমা! আমার জন্মদিন হয়ে গেল”- ছেলের থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে উচ্ছসিত কোয়েল!

কাজে বাধা পড়ার খবর ছড়িয়ে পড়তেই সমালোচকরা ফের সরব হয়ে বলতে শুরু করেছেন, এসবই নিজের কৃতকর্মের ফল অর্থাৎ ফের মাদক কাণ্ডের দিকেই ইঙ্গিত। তবে এবার একটু খুলেই বলা যাক আসল ঘটনা ঠিক কি। নিজের বাবার মতো অভিনয়ের মাধ্যমে কেরিয়ার গড়তে চাননি আরিয়ান। প্রথম থেকেই ছবির পরিচালনা নিয়ে পড়াশোনা করার কারণে এইদিকে ঝোঁক ছিল আরিয়ানের। অবশ্য বাবা শাহরুখ খানেরও ছেলের এই সিদ্ধান্তে কোনো অমত থাকেনি। সবকিছু এই অব্দি ঠিকই ছিল। শোনা গিয়েছিল, সম্প্রতি অ্যামাজন প্রাইমের জন্য আরিয়ান একটি সিরিজের শুটিং ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। তবে এবার ঘটনা অন্য মোড় নিয়েছে।

নতুন খবর হলো, অ্যামাজন প্রাইমের পক্ষ থেকে আরিয়ানের এই ওয়েব সিরিজ করার পরিকল্পনা একেবারে না করে দেওয়া হয়েছে। সূত্রের খবর মারফত জানা গিয়েছে, অ্যামাজন প্রাইমের তরফে আরিয়ানকে বলা হয়েছে, তিনি এখনও যথেষ্ট অনভিজ্ঞ এবং সিনেমা বা সিরিজ তৈরি করার বিষয়ে তাঁর খুব একটা অভিজ্ঞতা তৈরি হয়নি।সেই কারণে আরিয়ানের এখনও প্রয়োজন আরও এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা। বর্তমানে অ্যামাজনের তরফে সেই কারণেই সিরিজের বিষয়ে কোনো টাকা নষ্ট করে তাঁরা চাননা বলেই জানিয়েছেন। তবে এই বিষয় নিয়ে শাহরুখ পুত্র এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন।

আরও পড়ুন: অর্জুন নিজের মনের কথা জানালো তুবড়িকে, অর্জুনের মা সচক্ষে দেখলো সেই দৃশ্য! এবার কি হবে তাহলে?

আবার একটি নতুন খবর সামনে এসেছে, বলিউডের বাদশা নাকি খুব তাড়াতাড়ি হলিউড ছবির স্বত্ব কিনতে চলেছেন তাও আবার ছেলে আরিয়ান কথা মেনে। হলিউড ছবিতে ইদানিং মশগুল হয়ে আছেন আরিয়ান খান যে কারণে ইতিমধ্যেই বাবার সাথে কথা বলে কয়েকটি হলিউডের ছবিও বাছা হয়ে গিয়েছে বাবা ছেলের। এবার শুরু কেনার অপেক্ষা । তারপরেই নাকি বাবা ছেলে মিলে একসাথে রিমেক করবেন হিন্দি ছবিতে।

Related Articles

Back to top button