গসিপ

বাবার ৪টি বিয়ে নিয়ে তাকে ভুল বোঝা হয়েছে! মুখ খুললেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার

জনপ্রিয় গায়ক কিশোর কুমার মানেই ভারতবাসীদের কাছে এক নস্টালজিয়া। তার গান শুনে ছোট থেকে বড় হয়ে উঠেছেন বহু মানুষ। তার গান মানেই তাই আবেগ! সম্প্রতি কিশোর কুমারের ছেলে অমিত কুমার তার বাবার ব্যক্তিগত জীবন নিয়ে কতগুলি কথা প্রকাশ্যে বললেন। কিশোর কুমারের ছেলে অমিত কুমার সংগীত জগতে প্রতিষ্ঠিত গায়ক, তিনি প্রায়‌ই তার বাবার ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে নানান রকম চর্চার কথা শোনেন, যা শুনে তিনি আহত হন। তাই এইবার প্রকাশ্যে মুখ খুললেন অমিত কুমার। বাবা সম্পর্কে ঠিক কী বললেন তিনি?

আরও পড়ুন: কেকে বিতর্ক ভুলে ভারত সরকারের হয়ে গান গাইলেন রূপঙ্কর বাগচী! শ্রোতারা কি ক্ষমা করবেন তাকে?

কিশোর কুমারের ব্যক্তিগত জীবনে অনেক টানাপোড়েন ছিল। কিংবদন্তি এই গায়ক চারবার বিয়ে করেছিলেন, তা নিয়ে প্রায়শয়ই চর্চা হয়। এই নিয়েই ছেলে অমিত কুমার বললেন এই বিয়ের জন্য কিশোর কুমারকে সকলেই ভুল বুঝেন। তাই অবশেষে মুখ খুললেন অমিত কুমার। কিশোর কুমার প্রথম বিয়ে করেন রুমা গুহ ঠাকুরতাকে তারই সন্তান অমিত কুমার, সাত বছর পর এই সম্পর্কে বিচ্ছেদ নেমে আসেন। এরপর কিশোরকুমার বিয়ে করেন মধুবালাকে, ৯ বছর পর ভেঙে যায় সেই দাম্পত্য সম্পর্ক ও। এরপর কিশোরকুমারের জীবনে আসেন তৃতীয় স্ত্রী,তার নাম যোগিতা বালি, মাত্র দুই বছরের জন্য দীর্ঘ স্থায়ী হয়েছিল সেই সম্পর্ক। এরপর কিশোরকুমার তার জীবনের চতুর্থ বিয়ে করেন।

তার জীবনে আসেন সঙ্গীতশিল্পী লীনা চন্দ্রভারকর। একটি সাক্ষাৎকারে ছেলে অমিত কুমার বলেন,“ বাবা সব সময় একটা পরিবার চাইতেন, পারিবারিক মানুষ ছিলেন। কিন্তু ওকে ভুল বোঝা হয়েছে। যেদিন আমার বাবা-মায়ের বিচ্ছেদ হয় সেদিন উনি নিজের মরিস মাইনর গাড়িটা বাংলোতেই পুঁতে দিয়েছিলেন। যেটা প্রথম ছবি ‘আন্দোলন’ ছবির পর মায়ের সঙ্গে উনি কিনেছিলেন। এই ছিল কিশোর কুমার।” ১৯৫১ তে রুমা গুহ ঠাকুরতা সাথে করা বিয়ে ১৯৫৮ তে ভেঙে যাওয়ার কারণ হিসেবে শোনা যায় যে, অভিনেত্রী সংসারের থেকে ক্যারিয়ারকে অনেক বেশি প্রাধান্য দিয়েছিলেন বলে বিচ্ছেদ নেমে আসে। অভিনেত্রী রুমাকে কিশোরকুমার বলেছিলেন ক্যারিয়ার ছেড়ে সংসার করতে কিন্তু মানতে চাননি রুমা যার ফলে বিচ্ছেদ হয়। এর পরের দুটি বিয়ে ও দীর্ঘস্থায়ী হয় নি কিশোরকুমারের জীবনে, দীর্ঘস্থায়ী হয়েছিল চতুর্থ বিয়েটি।

আরও পড়ুন: Umbrella বানান ‘Amrela’ বলা ছাত্রীরা উচ্চমাধ্যমিকে ইংরেজিতে পাশ করানোর দাবি নিয়ে রাস্তায় ধর্নায় বসেছে! স্যান্ডি সাহার ট্রোলের মুখে এই ভিডিও!

কিশোর কুমারের চতুর্থ স্ত্রী লীনা চন্দ্রভারকর পুরোদস্তুর সংসারী হয়ে উঠেছিলেন, শেষ সময় অবধি কিশোর কুমারের সঙ্গ দিয়েছিলেন তিনি। বিয়ের পর তিনি অভিনয় ছেড়ে দেন। সৎ মা সম্পর্কে অমিত কুমার বলেন,“ উনি একজন অসাধারণ লেখিকা। নতুন করে আবার অভিনয়ে ফেরার কোন দরকার নেই তার”

Related Articles

Back to top button