গসিপ

স্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়ানোর টাকা ছিলনা আমজাদের কাছে! লজ্জায় আর হাসপাতালমুখো হননি আমজাদ

শোলে’ সিনেমার বিখ্যাত গব্বর সিংকে চেনেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। একটা সময় ছিল যখন মা কাকিমারা তাদের সন্তানকে গব্বর চলে আসবে এই ভয় দেখিয়ে ঘুম পাড়িয়ে দিতেন। এতটাই হিট ছিল সেই চরিত্র, এমনকি আজ এতো বছর পেরিয়েও গব্বর সিংয়ের চরিত্রাভিনেতা আমজাদ খান বিখ্যাত। স্বল্প জীবনে একাধিক ছবিতে কাজ করলেও গব্বর চরিত্র আমজাদের জীবনে রীতিমতো হিট ছিল।

আরও পড়ুন: দ্বিতীয় ছেলে জেহর জন্ম দিতেই চাননি করিনা! শেষমেষ স‌ইফের জোর করায় তিনি দ্বিতীয় সন্তান গর্ভে ধারণ করতে বাধ্য হন

১৯৯২ সালে মাত্র ৫১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতার মৃত্যু নিঃসন্দেহে চলচ্চিত্র জগতের কাছে একটি বড় ক্ষতি। যদিও আজ তার মৃত্যুর এত বছর পরেও মানুষ তাকে মনে রেখেছেন অভিনয় জগতে তার অবদানের জন্য। তবে বিখ্যাত এই অভিনেতাকেও জীবনের একটা সময় অনেক স্ট্রাগল করতে হয়েছিল যা কেউ জানে না। এমনকি একটা সময় এতটাই দারিদ্র্যের মধ্যে তার জীবন কেটেছে যে, স্ত্রীকে হাসপাতাল থেকে ছড়ানোর টাকা পর্যন্ত ছিলো না তার কাছে।

তার স্ত্রী তখন গর্ভবতী, গর্ভবতী স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে ছিলেন অভিনেতা। পুত্রসন্তানের জন্ম দেওয়ার পর সে সময় স্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়ানোর টাকা ছিলনা বিখ্যাত এই অভিনেতার কাছে। এই বিষয়টি অভিনেতার পুত্র সাদাব খান একটি সাক্ষাৎকারে জানিয়েছেন। আসলে আমজাদ খান যেদিন শোলের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেন সেদিনই জন্ম হয়েছিল আমজাদ পুত্র সাদাবের। সেই কারণে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাদাবকে কি তার বাবার লাকি ম্যাসকট বলা যেতে পারে? এই বিষয়ে বলতে গিয়েই সাদাব জানান, তখন তার মা শায়লা খানকে হাসপাতালের থেকে ছাড়ানোর টাকা টুকুও ছিলনা তার বাবার কাছে। অন্যদিকে শায়লা বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করছিলেন, লজ্জায় আর হাসপাতালমুখো হননি আমজাদ। তখন চেতন আনন্দ পরিচালিত ‘হিন্দুস্তান কি কসম’ ছবিতে শ্যুটিং করেছিলেন তিনি। তার দুরবস্থার কথা শুনে পরিচালক তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

আরও পড়ুন: ‘বুড়ি কেবল কচি সাজে’! ইস্মার্ট জোড়ির মঞ্চে দর্শকদের কড়া মন্তব্যের মুখোমুখি সোনালী

ফিল্মের সেটের একদিকে আমজাদকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে পরিচালক চেতন তার কাছ থেকে কারণ জানতে চান, আমজাদ সবটা খুলে বললে চেতন চারশো টাকা দিয়ে আমজাদকে সাহায্য করেন। এই টাকাতেই স্ত্রীর হাসপাতালের বিল মিটিয়ে স্ত্রী ও সন্তানকে বাড়ি ফিরিয়ে আনেন অভিনেতা। প্রসঙ্গত উল্লেখ্য, আমজাদের তিন সন্তান সাদাব,আহলাম ও সীমাবের মধ্যে সাদাব‌ই একমাত্র বাবার মত অভিনয়কে পেশা করে নিয়েছেন।

Related Articles

Back to top button