গসিপ

প্রযোজকের দাবি নায়িকা চরিত্র পেতে গেলে আলাদা করে সময় দিতে হবে! কুপ্রস্তাবে রাজি না হয়ে ছোট পর্দাকে বেছে নেন অপরাজিতা!

প্রাক্তন সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিত আঢ্য, প্রসেনজিতের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে যিনি আমাদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছিলেন, বর্তমানে ছোটপর্দায় লক্ষ্মী কাকিমা সুপারস্টার এর মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। এই অভিনেত্রীকে তার জীবনে নানা ঝড়-ঝাপটার সম্মুখীন হতে হয়েছে, তবে তাকে তার কর্ম জীবনে যা কিছু সহ্য করতে হয়েছে, তা কোনরকম রাখঢাক না করেই বলেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: রানী রাসমনির জগদম্বা এবার পিলুতে! মিমি দত্তকে কোন নতুন চরিত্রে দেখা যাবে পিলুতে জানেন?

জি বাংলায় রিয়েলিটি শোতে একবার তিনি হাসতে হাসতে বলেন তার ভারী চেহারার জন্য নায়করা কটাক্ষ করে তাকে বলতেন,“এবার তো আমার মায়ের চরিত্রে অভিনয় করবি!” কিন্তু যখন তিনি অভিনয় জীবন শুরু করেন তখন তিনি নায়িকার অনেক প্রস্তাব পেয়েছিলেন সাথে সাথে দোসর হিসেবে হাজির হয়েছিল কুপ্রস্তাব‌ও। সে বিষয়ে অকপট অপরাজিতা জানান প্রযোজক ঘনিষ্ঠরা তাকে সরাসরি ডেকে প্রযোজকের সাথে আলাদা সম্পর্ক করার প্রস্তাব দিতেন। প্রযোজক ঘনিষ্ঠরা তাকে বলতেন,“এই চরিত্রটা তুমি‌ই করবে। কিন্তু প্রযোজক তোমার সঙ্গে আলাদা জায়গায় দেখা করতে চেয়েছেন।”

এই সমস্ত আপত্তিকর প্রস্তাব পেতে পেতে বিরক্ত হয়ে গিয়ে অপরাজিতা সিদ্ধান্ত নেন বড় পর্দায় নয়, ছোট পর্দায় কাজ করবেন তিনি। এরপর ছোট পর্দায় কাজ করা শুরু করেন অভিনেত্রী। ছোটপর্দায় এরকম কুপ্রস্তাবের সম্মুখীন তাকে কখনো হতে হয়নি। তবে বর্তমানের যুগ বদলেছে, সময় বদলেছে, বদলেছে মানুষের চিন্তাধারা, এখন আর আগের মতো শুধু রোমান্টিক বেসড ছবি তৈরি হয় না। গল্পের নানান রকম আঙ্গিক সেখানে তুলে ধরা হয়। তাই ভিন্ন স্বাদের গল্পে কাজের সুযোগ পান অভিনেত্রী ও। অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটপর্দার পরিচালক-প্রযোজকরা‌ই ছবি বানাতে শুরু করে দিয়েছেন। তাই বর্তমানে কাজের অনেকগুলো দিক খুলে গিয়েছে অভিনেত্রীর সামনে।

আরও পড়ুন: সাউথের দশটি হিট সিনেমার হিন্দি রিমেক করে পেট চালাবে বলিউড! সালমান, অক্ষয়, ঋত্বিক থাকবেন প্রধান ভূমিকায়

ঠিক যেমন প্রাক্তন সিনেমাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর প্রাক্তন স্ত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের থেকেও বেশি প্রশংসিত হয় অপরাজিতা আঢ্যর চরিত্রায়ন এবং অভিনয় দক্ষতা। এর জন্য নন্দিতা শিবুর প্রতি কৃতজ্ঞ অভিনেত্রী। তিনি স্বীকার করেন যে, “এই পরিচালক জুটি যেভাবে আমায় নিয়ে ভেবেছেন আর কেউ সেটা করেননি। ফলে ওদের ছবিতে অভিনয় মানেই আমি অন্যরকম হয়ে যায়।”

আগামী ২০ শে মুক্তি পাচ্ছে বেলা শুরু। এতেও অভিনেত্রীকে স্বমহিমায় বিরাজ করতে দেখা যাবে। কিন্তু অনেকেই হয়তো জানেন না, বেলা শুরুর প্রথম দিকের ছবি বেলা শেষেতে অভিনয় করতে চাননি অপরাজিতা। অভিনেত্রী বলেন, বেলা শেষে ছবির প্রস্তাব এলে অভিনেত্রী রাজি হননি কারণ তিনি তখন ছোট পর্দার কাজ নিয়েই ব্যস্ত। এরপর এই ছবির প্রযোজক অতনু রায় চৌধুরী তাকে বলেন, “ এই ছবি বক্স অফিসে ইতিহাস তৈরি করবে। অন্য মাত্রা পাবে তোমার অভিনয়।” তখন রাজি হন অপরাজিতা আর অতনু রায় চৌধুরীর কথা সত্যি হয়ে যায় এই ছবিতে অপরাজিতার অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয়।

Related Articles

Back to top button